
মোঃ শাহজাহান বাশার, স্টাফ রিপোর্টার
কুমিল্লার বুড়িচংয়ে পুলিশের বিশেষ অভিযানে বাকশীমূল ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ছয়গ্রাম সোনার বাংলা মডেল একাডেমির প্রধান শিক্ষক আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২০ জুলাই) বিকেলে নিজ এলাকা ছয়গ্রাম বাজার থেকে তাকে আটক করে পুলিশ। এ তথ্য নিশ্চিত করেছেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিজুল হক।
রোববার (২১ জুলাই) সকাল সাড়ে ১০টায় এক প্রেস ব্রিফিংয়ে ওসি আজিজুল হক সাংবাদিকদের বলেন, “আবুল কালাম আজাদ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি একটি গুরুত্বপূর্ণ মামলার আসামি ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় তার বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ রয়েছে। অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া, এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় আমাদের অভিযান চলমান রয়েছে।”
জানা গেছে, গ্রেপ্তারকৃত আবুল কালাম আজাদ ছাত্রজীবনে বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতির সাথে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন এবং বাকশীমূল ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে ছয়গ্রাম সোনার বাংলা মডেল একাডেমিতে শিক্ষকতা করে আসছিলেন। স্থানীয়দের মতে, শিক্ষাক্ষেত্রে তার কিছু অবদান থাকলেও সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অঙ্গনে তার কার্যকলাপ নিয়ে বিতর্ক তৈরি হয়।
বিশেষ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি বিক্ষোভ কর্মসূচিতে হামলার অভিযোগ ওঠার পর থেকেই তিনি প্রশাসনের নজরদারিতে ছিলেন। ঘটনায় আহত কয়েকজন শিক্ষার্থী থানায় মামলা দায়ের করলে মামলার তদন্তে তার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায় বলে জানা গেছে।
এদিকে গ্রেপ্তারের খবরে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ এটিকে ন্যায়বিচার প্রতিষ্ঠার একটি ধাপ হিসেবে দেখলেও, আবার অনেকেই বিষয়টিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেও দাবি করছেন। তবে প্রশাসন স্পষ্ট করে জানিয়েছে, কেবলমাত্র নিরপেক্ষ তদন্ত ও অভিযোগের ভিত্তিতেই এ অভিযান পরিচালিত হয়েছে।
এ বিষয়ে স্থানীয় রাজনৈতিক নেতাদের কেউই এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাননি। তবে ছাত্র রাজনীতির বর্তমান নেতারা বলেছেন, “ছাত্র রাজনীতি কখনোই সহিংসতা বা বৈষম্যকে প্রশ্রয় দেয় না। যদি কোনো সাবেক নেতা সত্যিই এমন ঘটনার সঙ্গে জড়িত থাকেন, তাহলে তার বিচার হতেই হবে।”
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বুড়িচং-ব্রাহ্মণপাড়া এলাকায় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ইস্যুকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছে। প্রশাসন বলছে, কেউ আইন নিজের হাতে নিলে তাকে আইনের আওতায় আনা হবে—সে যতই প্রভাবশালী হোক না কেন।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আবুল কালাম আজাদকে রবিবার বিকেলে কুমিল্লা আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হবে বলে জানান বুড়িচং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা।