
মালদ্বীপের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পগুলোর একটি- ভেল্লানা আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন টার্মিনালের উদ্বোধনী অনুষ্ঠান আগামী ২৬ জুলাই দেশটির স্বাধীনতা দিবসে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই বর্ণাঢ্য আয়োজনে দেশের সকল সাবেক রাষ্ট্রপতিদের আমন্ত্রণ জানানো হয়েছে।
সরকারি সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি ড. মোহাম্মদ মুইজ্জের আমন্ত্রণে সাবেক রাষ্ট্রপতিরা এই ঐতিহাসিক অনুষ্ঠানে অংশ নেবেন। সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ ওয়াহিদ বর্তমান রাষ্ট্রপতির বিশেষ প্রতিনিধি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
এছাড়াও মালদ্বীপ এয়ারপোর্ট কোম্পানি লিমিটেডের কর্মকর্তারা এবং মালদ্বীপের পর্যটন খাতের গুরুত্বপূর্ণ প্রতিনিধি- বিশেষ করে মালদ্বীপের পর্যটনের অংশীদার ও দেশের অন্যান্য অতিথিরাও উপস্থিত থাকবেন।
নতুন আন্তর্জাতিক টার্মিনালটি বার্ষিক ৭.৫ মিলিয়ন যাত্রী পরিবহনের সক্ষমতা নিয়ে নির্মিত হয়েছে। ধারণা করা হচ্ছে, এটি মালদ্বীপের পর্যটন শিল্প, বৈদেশিক যোগাযোগ এবং অর্থনৈতিক অগ্রগতিতে নতুন দিগন্ত উন্মোচন করবে।
প্রকল্পটির সূচনা ঘটে ২০১৪ সালে, রাষ্ট্রপতি আবদুল্লাহ ইয়ামিনের প্রশাসনের সময়। সৌদি তহবিলের আওতায় নির্মাণের দায়িত্ব পায় বিখ্যাত নির্মাণ প্রতিষ্ঠান ‘বিন লাদেন গ্রুপ’। পরবর্তীতে রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সালিহর শাসনামলে টার্মিনালের নকশা পরিবর্তন করে নির্মাণ কাজ এগিয়ে নেওয়া হয়। বর্তমান সরকারের অধীনে টার্মিনাল নির্মাণ সম্পূর্ণ হয়।
এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে কৃতিত্ব নিয়ে বিতর্ক দেখা দিলেও রাষ্ট্রপতি মুইজ্জ সুস্পষ্টভাবে জানিয়েছেন, “নতুন টার্মিনালে কাজ করা সব সাবেক রাষ্ট্রপতিরাই এর কৃতিত্বের ভাগীদার হবেন।”
বিশ্লেষকদের মতে, ভেল্লানা বিমানবন্দরের এই নতুন অধ্যায় মালদ্বীপকে আন্তর্জাতিক পর্যায়ে আরো দৃঢ়ভাবে উপস্থাপন করবে এবং দেশটির অর্থনীতি, পর্যটন ও অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।