২০২৫ সালে এখন পর্যন্ত মালদ্বীপে পর্যটক আগমনের সংখ্যা দাঁড়িয়েছে ১.২ মিলিয়ন, যা গত বছরের তুলনায় ৯.৬ শতাংশ বেশি। চলতি জুলাই মাসেই মালদ্বীপে এসেছেন ৯৪,১৩২ জন পর্যটক, আগের তিন বছরের তুলনায় এটি একটি উল্লেখযোগ্য বৃদ্ধি।
মালদ্বীপের পর্যটন মন্ত্রণালয়ের প্রকাশিত সাম্প্রতিক পরিসংখ্যানে এই তথ্য জানানো হয়েছে।
পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরে প্রতিদিন গড়ে ৬,১০৩ জন পর্যটক মালদ্বীপে ভ্রমণ করছেন। সবচেয়ে বেশি পর্যটক এসেছেন চীন থেকে—১৬৫,১৩৪ জন (১৩.৭%)। এরপর রয়েছে রাশিয়া—১৪০,২৯৮ জন (১১.৭%) এবং যুক্তরাজ্য—১১৫,১৩৩ জন (৯.৬%)।
পর্যটকদের অধিকাংশই রিসোর্টে ছুটি কাটান—৭২.৮ শতাংশ, অর্থাৎ ৮৭৫,৩২৬ জন। মালদ্বীপে বর্তমানে ১৭৫টি রিসোর্টে ৪৪,০৪৭টি শয্যা রয়েছে, যা মোট পর্যটন শয্যার ৬৮ শতাংশ।
গেস্টহাউস রয়েছে দ্বিতীয় স্থানে—২২.২ শতাংশ পর্যটক (২৬৭,৩৭৮ জন)। দেশজুড়ে ৮৮০টি গেস্টহাউস ২৩ শতাংশ পর্যটন চাহিদা পূরণ করে।
তৃতীয় স্থানে রয়েছে হোটেল—৩২,৮০০ জন পর্যটক, যা ২.৭ শতাংশ।
অন্যদিকে, ২.২ শতাংশ পর্যটক সাফারি জাহাজে ছুটি কাটিয়েছেন (২৫,৮৭৯ জন), যেখানে ১৫৯টি সাফারিতে রয়েছে ৩,১৬২টি শয্যা।
বর্তমানে ২৮টি আন্তর্জাতিক বিমান সংস্থা মালদ্বীপে ফ্লাইট পরিচালনা করছে। আগামী ২৬ জুলাই উদ্বোধন হচ্ছে ভেলানা আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন টার্মিনাল, যা বছরে ৭.৫ মিলিয়ন যাত্রী সামাল দিতে পারবে।
সরকার ২০২৫ সালের জন্য ২.৩ মিলিয়ন পর্যটক আকর্ষণের লক্ষ্য নির্ধারণ করেছে। গত তিন বছর ধরে পর্যটক সংখ্যা প্রতি বছর গড়ে দুই লাখ করে বৃদ্ধি পাচ্ছে, যা মালদ্বীপের পর্যটন খাতের দৃঢ় অগ্রগতির ইঙ্গিত দেয়।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।