মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম
কুমিল্লা মহানগরী দিন দিন যেন রূপ নিচ্ছে এক বিশাল আবর্জনার ভাগাড়ে। প্রতিটি ওয়ার্ডের জনপদে ময়লার স্তূপ বেড়েই চলেছে। এতে পরিবেশ দূষণের পাশাপাশি নাগরিক দুর্ভোগ চরম আকার ধারণ করেছে।
বিশেষ করে মহানগরের ইপিজেড সড়কে দৃশ্যমান হচ্ছে মারাত্মক বেহাল দশা। ডাস্টবিনের বাইরেও সড়কের ওপর ছড়িয়ে ছিটিয়ে আছে আবর্জনার স্তূপ। দুর্গন্ধে সেখানে দাঁড়ানো তো দূরের কথা, যানবাহনে যাত্রীদের জন্য জানালাও খোলা রাখা যাচ্ছে না। চালক ও পথচারীরাও নিঃশ্বাস নিতে হিমশিম খাচ্ছেন।
স্থানীয়দের অভিযোগ, নিয়মিত ময়লা পরিষ্কার না করায় পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠছে। সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন বা কর্তৃপক্ষের উদাসীনতায় দিন দিন ভোগান্তি বাড়ছে। শিশু ও বৃদ্ধদের মধ্যে শ্বাসকষ্টসহ নানা স্বাস্থ্যঝুঁকি বাড়ছে বলেও উদ্বেগ প্রকাশ করেছেন তারা।
পরিস্থিতি থেকে দ্রুত উত্তরণে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন ভুক্তভোগীরা।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।