বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জুর জন্য উপহার হিসেবে প্রখ্যাত বাংলাদেশের আম পাঠিয়েছেন। এই উপহার দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের এক উজ্জ্বল নিদর্শন হিসেবে বিবেচিত হচ্ছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে উপহারের আম হস্তান্তর করা হয়। মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রটোকল উইংয়ের যুগ্মসচিব বাদুরা সাইদের হাতে আমগুলো তুলে দেন।
এসময় মালদ্বীপের প্রেসিডেন্টের পক্ষ থেকে বাদুরা সাইদ বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “এই উপহার আমাদের দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্ব, পারস্পরিক শ্রদ্ধা ও সংস্কৃতির মিলনকে আরো দৃঢ় করবে।”
বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে অভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্য এবং ঐতিহাসিক বন্ধুত্বের যে সম্পর্ক বিদ্যমান, এই উপহার সেই সম্পর্ককে নতুন মাত্রা দেবে বলে মত সংশ্লিষ্টদের। দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের ভবিষ্যৎ আরো উজ্জ্বল ও সুদৃঢ় হবে—এই আশাবাদই সকল মহলে প্রতিফলিত হয়েছে।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।