
মোঃ শরীফ হোসেন কুমিল্লা প্রতিনিধ
আজকে সকালে আমাদের এক ব্যাক্তি বাচ্চাকে স্কুল দেওয়ার তাড়ায় তরিঘরি করে অটোতে ব্যাগ রেখে চলে যায়।
হটাৎ মনে হয় ব্যাগ তো অটোতে ফেলে এসেছেন , অটো রিকশা চালক ততক্ষণে ঐখান থেকে চলে গেছে, কিন্তুু ৩০-৪০ মিনিট পর এই ভাই নিজে এসে টাকা ফেরত দিয়ে গেছেন । অনিক কুমিল্লা মহানগর এর ৫নং ওয়ার্ড এর চৌধুরী পাড়া এলাকার বাসিন্দা।
ফেরত আসার পর অটো-চালক ভাই যা বলেছেন :-
ভাই আমি এদিকে তিনাবার ঘুরে গেছি, আপনাকে পাইনি
আমি ব্যাগটা পাওয়ার পর চেক করে দেখলাম এখানে অনেক টাকা। তৎক্ষনাৎ আমি আমার বাবাকে কল দেই, আমার বাবা বলেছেন যার টাকা তাকে খুজে বের করে টাকা ফেরত দিয়ে আয় ।।।
তার বাবাও একজন অটোচালক তারপরো কোন টাকা পয়সার লোভ নেই ।