আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে আরও একটি দিক উন্মুক্ত হলো মালদ্বীপের ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য। চলতি বছরের নভেম্বরে তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিতব্য ১১তম বিশ্ব হালাল শীর্ষ সম্মেলন এবং হালাল এক্সপো ২০২৫-এ অংশগ্রহণের সুযোগ পাচ্ছে মালদ্বীপের উদ্যোক্তারা।
বৃহস্পতিবার অর্থনীতি মন্ত্রণালয় এক ঘোষণায় জানিয়েছে, এই সম্মেলন ও এক্সপো আয়োজন করছে ইসলামী সহযোগিতা সংস্থা (OIC)। আয়োজক সংস্থার সাধারণ সচিবালয় মালদ্বীপের ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে হালাল পণ্য প্রদর্শন এবং বাজারজাত করার সুযোগ দিয়েছে। প্রদর্শনীটি আগামী ২৬ থেকে ২৯ নভেম্বর ইস্তাম্বুলে অনুষ্ঠিত হবে।
ব্যবসায়ীদের জন্য নিবন্ধন ফর্ম এবং প্রয়োজনীয় অতিরিক্ত তথ্য নির্ধারিত ওয়েবসাইটে পাওয়া যাবে। আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে international@trade.gov.mv ইমেলের মাধ্যমে অর্থনীতি মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে, মালদ্বীপের উদ্যোক্তাদের জন্য আরেকটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম হিসেবে শ্রীলঙ্কার শিল্প প্রদর্শনী ২০২৫-এ অংশগ্রহণের সুযোগও উন্মুক্ত হয়েছে।
১৮ থেকে ২১ সেপ্টেম্বর শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে এই শিল্প এক্সপো অনুষ্ঠিত হবে। মালদ্বীপের ব্যবসায়ীরা এতে তাদের পণ্য প্রদর্শন এবং বিক্রি করতে পারবেন। নিবন্ধন ও বিস্তারিত তথ্য শ্রীলঙ্কার শিল্প উন্নয়ন বোর্ডের ওয়েবসাইটে পাওয়া যাবে।
এই দুটি প্রদর্শনীতে অংশগ্রহণের মাধ্যমে মালদ্বীপের পণ্য আন্তর্জাতিক বাজারে তুলে ধরার পাশাপাশি রপ্তানি বৃদ্ধির সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।