সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের বাহুকা, ইটালি, চিলগাছা ও চর-চিলগাছা গ্রামে মঙ্গলবার দুপুরে মাত্র ২ মিনিটের ঝড়ে ভয়াবহ তাণ্ডব চালিয়েছে। আকস্মিক এই দুর্যোগে অর্ধশতাধিক ঘরবাড়ি ধ্বংস হয়েছে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে এবং রাস্তায় গাছপালা পড়ে চলাচল ব্যাহত হচ্ছে।
স্থানীয়রা জানান, ঝড়ের পর অনেকে ভাঙা আসবাবপত্র খুঁজে ফিরেছেন। অনেকেই নিজের উদ্যোগে গাছ সরিয়ে রাস্তা সচল করার চেষ্টা করছেন। রতনকান্দি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য রফিকুল ইসলাম জানান, দুপুর ২টার কিছু পরে হঠাৎ কালো মেঘের মতো একটি ঝড় এসে কয়েক মিনিটের মধ্যেই পুরো এলাকা তছনছ করে দেয়। বসতঘর উড়ে গেছে, গাছপালা ভেঙে পড়েছে, ফসল নষ্ট হয়েছে এবং বিদ্যুতের খুঁটিও ক্ষতিগ্রস্ত হয়েছে।
বাহুকা গ্রামের ক্ষতিগ্রস্ত বাসিন্দা শামিম হোসেন বলেন, “আমরা ঘরের মধ্যে ছিলাম। হঠাৎ এমন ঝড় শুরু হলো যে কিছুই রক্ষা করতে পারিনি। এখন খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছি।”
চরচিলগাছা গ্রামে অন্তত ৫০টি বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা জুবায়েল হোসেন।
ইউনিয়ন পরিষদের প্রশাসক ডা. মেরাজ হোসেন মিসবাহ বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়ন চলছে এবং প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা দেওয়া হবে।
সিরাজগঞ্জ সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানান, ঢেউটিন ও অন্যান্য সহায়তার জন্য প্রস্তাব তৈরি করা হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনোয়ার হোসেন বলেন, ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। তালিকা অনুযায়ী দ্রুত সহায়তা নিশ্চিত করা হবে।
প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এই এলাকাগুলোর মানুষ এখন প্রশাসনের সহায়তার অপেক্ষায়। দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো চরম মানবিক সংকটে পড়বে।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।