মোঃ শাহজাহান বাশার, স্টাফ রিপোর্টার
ঢাকা, ১৫ জুলাই ২০২৫:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান আজ সন্ধ্যায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস-এর সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সৌজন্য সাক্ষাৎ করেন। বিশ্ববিদ্যালয়ের সার্বিক কর্মকাণ্ড ও চলমান উন্নয়ন কার্যক্রম সম্পর্কে নিয়মিত অবহিতকরণের অংশ হিসেবেই এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন-সংক্রান্ত নির্বাচন কমিশনের গৃহীত গুরুত্বপূর্ণ অগ্রগতি, ক্যাম্পাসের নিরাপত্তা পরিস্থিতি, শিক্ষা ও গবেষণা কার্যক্রম, চলমান উন্নয়ন প্রকল্প, এবং শিক্ষার্থীদের কল্যাণে গৃহীত সাম্প্রতিক পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নকে ত্বরান্বিত করতে তিনি প্রধান উপদেষ্টার সহযোগিতা কামনা করেন। বিশেষ করে বিভিন্ন হল ও স্থাপনা নির্মাণে একনেক অনুমোদনের অপেক্ষায় থাকা বৃহৎ প্রকল্পসমূহের দ্রুত বাস্তবায়ন নিয়ে আলোকপাত করেন তিনি।
উপাচার্য আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় একটি জাতীয় সম্পদ এবং দেশের উচ্চশিক্ষার মেরুদণ্ড। এ প্রতিষ্ঠানকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে গবেষণা খাতে সরকারি অনুদান বাড়ানো অপরিহার্য। তিনি প্রধান উপদেষ্টার কাছে এই খাতে অতিরিক্ত বরাদ্দ ও নীতিগত সহায়তা কামনা করেন।
উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্য সমাবর্তনে প্রধান উপদেষ্টার সম্মানিত উপস্থিতিও কামনা করেন, যা ছাত্র-শিক্ষক ও প্রশাসনের জন্য অনুপ্রেরণাদায়ক হবে বলে মতপ্রকাশ করেন তিনি।
সাক্ষাতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমে দৃশ্যমান অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন,
“ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের শিক্ষাঙ্গনের গৌরব। এর উন্নয়ন ও গবেষণা কার্যক্রমে সরকার সবসময় পাশে থাকবে।”
তিনি বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় সরকারি সহায়তা ও সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং ভবিষ্যতে শিক্ষার মানোন্নয়নে আরও কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলেও উল্লেখ করেন।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।