কুমিল্লা, ১৩ জুলাই ২০২৫ (রবিবার): ১৭ মহাররম ১৪৪৭ হিজরিকে ঘিরে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হলো স্মরণীয় “সৈয়দ ড. আহমদ পেয়ারা বাগদাদী (রহঃ) কনফারেন্স”। দিনব্যাপী এ আধ্যাত্মিক সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত হাজারো ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিতিতে মুখর হয়ে উঠে একাডেমি প্রাঙ্গণ।
এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লাহর ওলী, আলে রাসূল (ﷺ), আওলাদে গাউছে পাক (রহঃ),
আলহাজ্ব শেখ শাহসূফী সৈয়দ গোলাম মুহাম্মদ আবদুল কাদের কাওকাব আল্-ক্বাদেরী (মাঃজিঃআঃ)
পীরসাহেব ক্বেবলা, শাহপুর দরবার শরীফ, কুমিল্লা।
তিনি তার গুরুত্বপূর্ণ বক্তব্যে বলেন—
“আল্লাহর ওলিদের স্মরণ মানেই আল্লাহর স্মরণ। সৈয়দ ড. আহমদ পেয়ারা বাগদাদী (রহঃ) ছিলেন জ্ঞানের বাতিঘর ও আধ্যাত্মিকতায় আলোকিত একজন মনীষী। তাঁর জীবন থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে—আত্মশুদ্ধি, মানবতা ও আল্লাহর প্রেমে নিবেদিত থাকা।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশবরেণ্য আলেম-ওলামা, বিভিন্ন দরবার শরীফের গাউসজাদা ও মুরিদান, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ সাধারণ মুসল্লি ও ভক্তবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তিলাওয়াত ও কাওয়ালীর মাধ্যমে সূচনা হয়, এরপর মিলাদ, হামদ-নাত, এবং আধ্যাত্মিক আলোচনা চলে বিকেল পর্যন্ত।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কনফারেন্স আয়োজক কমিটি ও শাহপুর দরবার শরীফের সহযোগী সংগঠনসমূহ।
অনুষ্ঠান শেষে বিশ্ব উম্মাহর শান্তি, দেশের কল্যাণ ও মুসলিম ঐক্যের জন্য বিশেষ দোয়া করা হয়।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।