কুমিল্লার তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের দড়িকান্দি এলাকায় আবারও গলাকাটা এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১২ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে হোমনা-গৌরীপুর সড়কের পূর্ব পাশে একটি ধানক্ষেতে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা তিতাস থানাকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নিহতের পরনে ছিল জিন্স প্যান্ট ও কালো গেঞ্জি। তার গলায় ধারালো অস্ত্রের গভীর আঘাতের চিহ্ন ছিল। পাশেই পড়ে থাকা রক্তমাখা একটি ছুরি দেখে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, ছুরিকাঘাত করে তাকে হত্যা করা হয়েছে।
তিতাস থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যার রহস্য উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।
উল্লেখ্য, গত কয়েক মাসে তিতাসে একাধিক গলাকাটা লাশ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ বিরাজ করছে। তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও বিচার দাবি জানিয়েছেন।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।