মোঃ শাহজাহান বাশার,স্টাফ রিপোর্টার,
ঢাকা, ১০ জুলাই — দেশের প্রথিতযশা একুশে পদকপ্রাপ্ত বরেণ্য শিল্পী ফরিদা পারভীন বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থার গুরুতর অবনতি হওয়ায় পরিবারের দাবি মতো বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।
ফরিদার স্বামী বংশীবাদক গাজী আবদুল হাকিম জানান, গতকাল রাত সাড়ে ১০টা থেকে পৌনে ১২টা পর্যন্ত মেডিকেল বোর্ডের সভা অনুষ্ঠিত হয়েছে। চিকিৎসকরা ফরিদার বর্তমান শারীরিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
পরিবারের পক্ষ থেকে বিদেশে নেওয়ার ইচ্ছা থাকলেও চিকিৎসকদের মতে, এই অবস্থায় তা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও অসম্ভব। বোর্ডের পরামর্শ অনুযায়ী, দেশের পিজি বা সরকারি কোনো উন্নত হাসপাতালে চিকিৎসা করানো যেতে পারে। ফরিদার ছোট ছেলে ইমাম জাফর নোমানী ফেসবুকে জানিয়েছেন, দেশের শীর্ষস্থানীয় কিডনি, বক্ষব্যাধি, হৃদরোগ ও আইসিইউ বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত বোর্ড দীর্ঘক্ষণ আলোচনা শেষে তিনটি সিদ্ধান্ত গ্রহণ করেছে:
১. ফরিদার শারীরিক জটিলতার কারণে যেকোনো ধরনের স্থানান্তর বিশেষ করে এয়ার অ্যাম্বুলেন্সে নেয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং বিদেশে চিকিৎসা করলেও উন্নতির নিশ্চয়তা নেই।
২. বর্তমানে তিনি যথাযথ চিকিৎসা পাচ্ছেন। তবে প্রয়োজনে ঢাকা মেডিকেল কলেজ অথবা বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (প্রাক্তন পিজি) স্থানান্তর করা যেতে পারে।
৩. ফরিদার শরীরে সংক্রমণের মাত্রা অনেক বেশি এবং আইসিইউতে অতিরিক্ত ভিজিটর থাকার কারণে সংক্রমণ নিয়ন্ত্রণ কঠিন হচ্ছে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই লিভার রোগ, ডায়াবেটিস এবং কিডনির জটিলতায় ভুগছেন ফরিদা পারভীন। ভারতেও কিডনি চিকিৎসা নিয়েছিলেন তিনি।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।