নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা |
কুমিল্লার বুড়িচং উপজেলায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর প্রভা নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর আড়াইটার দিকে নিজ বাড়িতে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করে বলে পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে।
প্রভা (১৬) ভরাসার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এবং ষোলনল ইউনিয়নের ইছাপুরা গ্রামের কাতারপ্রবাসী মোস্তফা কামালের মেয়ে।
পরিবার জানায়, বৃহস্পতিবার সকালে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হলে প্রভা জানতে পারে সে দুই বিষয়ে ফেল করেছে। এতে মানসিকভাবে ভেঙে পড়ে সে। পরে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা ডাকাডাকি করেও সাড়া না পেয়ে দরজা ভেঙে তার ঝুলন্ত দেহ দেখতে পান।
নিহতের দাদা জাহাঙ্গীর আলম বলেন, "প্রভা খুব মেধাবী ছিল। কিন্তু পরীক্ষায় ফেল করার খবর শুনে সে ভেঙে পড়ে এবং এই ভয়ংকর সিদ্ধান্ত নেয়। খবর শুনে ওর বাবা কাতার থেকে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছে।"
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বলেন, “আমরা খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। তদন্ত করে বিস্তারিত জানা যাবে।
বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তানভীর হোসেন বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ছাত্রছাত্রীদের মানসিক স্বাস্থ্যের বিষয়ে সবাইকে আরও সচেতন হতে হবে।”
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।