ভারতের ত্রিপুরা রাজ্যে টানা ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে হঠাৎ করেই কুমিল্লার গোমতী নদীর পানি বিপজ্জনকভাবে বৃদ্ধি পাচ্ছে। এর ফলে জেলার দক্ষিণাঞ্চলের অন্তত ৪ লাখ ১৬ হাজার মানুষ বন্যার ঝুঁকিতে পড়েছেন।
বুধবার (৯ জুলাই) বিকেল সোয়া ৫টায় গোমতী নদীর পানি ৮ দশমিক ৮৩ সেন্টিমিটারে পৌঁছায়। যদিও এটি এখনও বিপদসীমার প্রায় ২.৫ মিটার নিচে রয়েছে, তবে পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে বলে জানাচ্ছে স্থানীয় প্রশাসন।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, বুড়িচং উপজেলার বুড়বুড়িয়া, টিক্কার চর, চানপুর ব্রিজ ও সংরাইশ এলাকাসহ নদীর তীরবর্তী কিছু চরাঞ্চল ইতোমধ্যে পানিতে তলিয়ে গেছে। এলাকাবাসীর মধ্যে দেখা দিয়েছে উৎকণ্ঠা।
সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবেলায় পূর্বপ্রস্তুতি হিসেবে গোমতী নদীর পাড় ও বেরিবাঁধ এলাকা পরিদর্শন করেছেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ তানভীর হোসেন। এ সময় তিনি স্থানীয়দের সতর্ক থাকতে এবং প্রশাসনের পক্ষ থেকে যেকোনো জরুরি সহায়তার আশ্বাস দেন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে নদীর পানি প্রবাহ নিয়মিত পর্যবেক্ষণের পাশাপাশি জরুরি সাড়াদান ব্যবস্থাও প্রস্তুত রাখা হয়েছে।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।