
মোঃ আল আমিন, বিশেষ প্রতিনিধি, কুমিল্লা:
পবিত্র আশুরা ও শুহাদায়ে কারবালার স্মরণে, প্রতি বছরের ন্যায় এবারও মদিনার জামাত কামাল্লার উদ্যোগে আয়োজিত হলো দুই দিনব্যাপী বিশেষ মাহফিল। কুমিল্লার মুরাদনগর উপজেলার কামাল্লায় মদিনার জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে ৯ ও ১০ মহররম অনুষ্ঠিত হয় এই মাহফিল।
মাহফিলে সভাপতিত্ব করেন মদিনার জামাত কামাল্লার বর্তমান আমীরে শরিয়ত, পীরে কামেল প্রিন্সিপাল আলহাজ্ব মাওলানা শাহ্ আ.ন.ম. সাইফুর রহমান খন্দকার পীর সাহেব হুজুর। পুরো আয়োজন পরিচালনা করেন পীরজাদা মাওলানা মোঃ হেদায়েতুল্লাহ খন্দকার (ছোট হুজুর)।
মাহফিলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত হাজারো মুসল্লির উপস্থিতিতে অনুষ্ঠিত হয় খাস তালিম, জিকির, বয়ান ও দোয়া। আয়োজনে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন:সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আহসান উল্লাহড. মুফতী বদিউল আলম সরকার,প্রিন্সিপাল মাহমুদা খাতুন, কামিল মাদরাসা, ঢাকা প্রধান খলিফা মদিনার জামাত, কামাল্লা দরবার শরীফ,মাওলানা হাবিবুল্লাহ বেলালী পীর সাহেব সরাইল, সৈয়দ মামুনুর রশীদ পীর সাহেব কদমতলী, কুমিল্লা
তরুণ বক্তা আলহাজ্ব হযরত মাওঃ মোঃ মহসীন কবির ইউসুফী (নারায়ণগঞ্জ) ড. মাসুম বাকী বিল্লাহ, প্রফেসর, ঢাকা বিশ্ববিদ্যালয়,মাওলানা মাহমুদুল হাসান জসীম মুহাদ্দিস কাজী শরিফ উল্লাহ,শাহজাদা খাজা মঈনুদ্দিন খন্দকার মোঃ হাবিবুল্লাহ সরকার,
এছাড়াও দেশের নানা প্রান্ত থেকে আগত বহু পীর-মাশায়েখ, ওলামায়ে কেরাম, খলিফা ও মোবাল্লেগগণ মাহফিলে তাশরীফ আনেন।
বক্তাগণ তাদের আলোচনায় কুরআন ও সুন্নাহর আলোকে জীবন পরিচালনার আহ্বান জানান। তাঁরা বলেন, কারবালার শিক্ষা আমাদের হুসাইনী চেতনায় উজ্জীবিত হয়ে অন্যায়-অবিচারের বিরুদ্ধে ন্যায়ের পথে অটল থাকার প্রেরণা দেয়।
মাহফিলের শেষ দিন, পীর সাহেব হুজুর একটি হৃদয়গ্রাহী দীর্ঘ মোনাজাত পরিচালনা করেন। উপস্থিত হাজারো মুসল্লির চোখে পানি ঝরিয়ে তিনি দেশ, জাতি, কবরবাসী এবং মদিনার জামাতের আশেকীন ও সালেকীনদের জন্য কল্যাণ ও মাগফিরাত কামনা করেন। এভাবেই “আমীন আমীন” ধ্বনিতে মাহফিলের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।
মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ নূরে মদিনা ছাত্র কাফেলার সভাপতি, সেক্রেটারি, কামাল্লা মদিনাতুল উলুম কামিল মাদরাসা, জামেয়া হাবিবিয়া সুন্নিয়া দ্বীনিয়া মাদরাসা, দারুস সুন্নাহ ক্যাডেট মাদরাসা, আশরাফুল উলুম হাফিজিয়া মাদরাসার অসংখ্য ছাত্র-শিক্ষক ও আশেকীন মুসল্লিরা।
এএনবিটোয়েন্টিফোর ডট নেট /মাহমুদুল