
নিজস্ব প্রতিবেদন
প্রত্যেক মানুষের জীবনে একটি স্বপ্ন থাকে—সফল হওয়ার স্বপ্ন। কেউ চায় বড় চাকরি, কেউ চায় সম্মান, কেউ চায় সম্পদ, আবার কেউ চায় সমাজে অবদান রাখতে। কিন্তু এ সত্য আমাদের বুঝতে হবে—সফলতা কখনোই হঠাৎ করে, ভাগ্যের জোরে বা অন্য কারো কাঁধে ভর করে আসে না। সফলতা অর্জন করতে হলে নিজেকেই পরিশ্রম করতে হয়, মেধা ও একাগ্রতাকে কাজে লাগাতে হয়, আর নিজের দায়িত্ব নিজে নিতে হয়।
আমরা অনেক সময় ভুল পথে হেঁটে সফলতা খুঁজতে যাই। অন্যের সফলতা দেখে হিংসায় জর্জরিত হই, অহংকারের বর্মে নিজেকে ঢেকে ফেলি, কিংবা কারো সমালোচনা করে নিজের অযোগ্যতাকে আড়াল করার চেষ্টা করি। কেউ কেউ আবার অন্যের সাহায্য বা সহানুভূতির ওপর নির্ভর করে নিজের পথ গড়তে চান। কিন্তু এমন পরনির্ভরশীল মানসিকতা একজন মানুষকে কখনো সত্যিকারের সাফল্যের চূড়ায় পৌঁছাতে দেয় না।
আমরা ভুলে যাই, সফলতা কখনোই ‘হিংসা’, ‘অহংকার’, ‘পরনিন্দা’ কিংবা ‘পরনির্ভরশীলতা’র ফল নয়। সফলতা আসে ‘স্বনির্ভরতা’, ‘কঠোর পরিশ্রম’, ‘আত্মবিশ্বাস’ এবং ‘সততার’ ফলস্বরূপ। একজন প্রকৃত সফল মানুষ প্রতিযোগিতা করে, কিন্তু হিংসা করে না; আত্মসম্মান নিয়ে বাঁচে, কিন্তু অহংকার করে না; নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে, অন্যের দোষ খোঁজে না।
যে ব্যক্তি জীবনে পরিশ্রম করতে জানে, যে ব্যর্থতার পরেও আবার উঠে দাঁড়ায়, যে নিজের ভুলগুলো থেকে শিক্ষা নেয় এবং ধৈর্য নিয়ে সামনে এগোয়—সেই ব্যক্তি সফল হয়। সমাজ তাকে সম্মান করে, ইতিহাস তাকে মনে রাখে।
আমাদের সমাজে এখন প্রয়োজন এমন একটি ইতিবাচক মনোভাব, যেখানে প্রতিটি মানুষ নিজ নিজ জায়গা থেকে নিজের লক্ষ্য নির্ধারণ করবে, আর সেখানেই দাঁড়িয়ে কাজ করে যাবে। আমরা যদি নিজেদের পরিবর্তন করি, নিজের উপর বিশ্বাস রাখি, তাহলে সমাজও বদলাবে। আমরা নিজেরাই হব একেকজন প্রেরণার বাতিঘর।
জীবনের প্রতিটি মুহূর্তে নিজের উন্নতির পেছনে পরিশ্রম করাই হোক আমাদের নীতি। অন্যকে দেখে ঈর্ষা নয়—অনুপ্রেরণা গ্রহণ করাই হোক আমাদের অভ্যাস। নিজেকে অন্যের সঙ্গে তুলনা নয়—নিজেকে গতকালের চেয়ে একটু ভালো করার চেষ্টাই হোক আমাদের প্রতিদিনের লক্ষ্য।
আমরা সবাই যদি নিজের সাফল্যের জন্য নিজেই লড়ি, তাহলে একদিন না একদিন সফলতা আমাদের হাতছানি দেবেই। মনে রাখবেন—নিজের সফলতা অর্জনের জন্য আপনাকেই ঘাম ঝরাতে হবে, বুদ্ধি খাটাতে হবে এবং সততার পথে হাঁটতে হবে। কেউ এসে সফলতা হাতে ধরিয়ে দেবে না।
আমরা নিজেরা বদলালে সমাজ বদলাবে। আর সমাজ বদলালেই গড়ে উঠবে এক নতুন বাংলাদেশ—পরিশ্রমী, আত্মনির্ভরশীল ও মানবিক বাংলাদেশ.
আপনার মতামত, আপনার দৃষ্টিভঙ্গি সমাজের জন্য গুরুত্বপূর্ণ। আসুন, আমরা সবাই একসাথে হই, একজন আরেকজনকে হিংসা নয়, অনুপ্রেরণা দিই। নিজের সফলতা নিজের হাতে গড়ে তুলি।
লেখক: মোঃ শাহজাহান বাশার
সাংবাদিক ও কলামিস্