
মোঃ শাহজাহান বাশার, স্টাফ রিপোর্টার
সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জের সানারপাড় শাখায় অবস্থিত বিজনেস ম্যানেজমেন্ট কলেজে এক ব্যতিক্রমধর্মী উদ্যোগের আয়োজন করা হয় ৩ জুলাই ২০২৫, বুধবার। পরিবেশ রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং শিক্ষার্থীদের মধ্যে প্রকৃতিপ্রেম ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করার লক্ষ্যে কলেজ কর্তৃপক্ষ আয়োজন করে বৃক্ষরোপণ কর্মসূচি ও ফলজ গাছ বিতরণ কার্যক্রম।
এই কর্মসূচির নেতৃত্ব দেন অত্র কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব মোঃ ওমর ফারুক। তাঁর তত্ত্বাবধানে কলেজ ক্যাম্পাস চত্বরে একাধিক ফলজ গাছ রোপণ করা হয় এবং কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় আম, লিচু, কাঁঠাল, জামরুল, পেয়ারা, নারকেল, চালতা, বেল, কদবেলসহ নানা জাতের ফলজ গাছের চারা। অধ্যক্ষ মোঃ ওমর ফারুক বলেন,“শিক্ষার্থীদের শুধু পাঠ্য জ্ঞান নয়, প্রকৃতির প্রতি ভালোবাসাও তৈরি করতে হবে। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। তাই আমরা এই কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের হাতে একটি করে ফলজ গাছ তুলে দিয়েছি যাতে তারা নিজ এলাকায় সেই গাছ রোপণ করে পরিবেশ রক্ষায় ভূমিকা রাখে।”
এ সময় কলেজের সকল শিক্ষকবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন এবং শিক্ষার্থীদের উৎসাহিত করতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। গাছ বিতরণ শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে গাছের যত্ন, পরিচর্যা ও পরিবেশগত গুরুত্ব নিয়ে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টি করা হয়।
শিক্ষার্থীরা জানায়, এই ধরনের উদ্যোগ তাদের মনোবল বৃদ্ধি করেছে। তারা গাছ গ্রহণ করে আনন্দিত এবং প্রত্যেকে প্রতিজ্ঞা করেছে যে, নিজ নিজ বাড়ি বা গ্রামে গিয়ে তারা গাছগুলো রোপণ করবে এবং তা বড় করে তোলার দায়িত্ব পালন করবে। উল্লেখ্য, বিজনেস ম্যানেজমেন্ট কলেজ দীর্ঘদিন ধরে সামাজিক ও পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। এর আগে কলেজ কর্তৃপক্ষ শিক্ষা সহায়তা, রক্তদান, স্বাস্থ্যসেবা এবং সচেতনতামূলক সেমিনারের আয়োজন করেও প্রশংসা কুড়িয়েছে।
এ ধরণের কার্যক্রম শিক্ষার্থীদের মধ্যে দায়িত্ববোধ তৈরি করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় অভিভাবক, শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। তারা কলেজের এই মহতী উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।