মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে বাংলাদেশ সেনাবাহিনী ও থানা পুলিশ যৌথভাবে বিশেষ অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজা ও ৩৯৫ পিস ইয়াবা সহ চার মাদক কারবারিকে আটক করেছে। আটককৃতরা হলো: চিহিৃত মাদক ব্যবসায়ী চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা গ্রামের মৃত এরশাদ উল্লাহর ছেলে মো: আব্দুল কুদ্দুস (৪৩), মুন্সীরহাট ইউনিয়নের বারাইশ গ্রামের আনা মিয়া ভূঁইয়ার ছেলে মো: মীর হোসেন ভূঁইয়া (৪০), চট্টগ্রাম জেলার মিরসরাই থানার পশ্চিম মিরসরাই গ্রামের সিরাজ মিয়ার ছেলে কামাল উদ্দিন (৪৫) এবং চাঁদপুর জেলার হাইমচর উপজেলার পূর্বচর কৃষ্ণপুর গ্রামের মৃত হাসান সরকারের ছেলে মো: ইয়াছিন (৫০)। রবিবার (০৬ জুলাই) দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মো: গুলজার আলম।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার ছুফুয়া রাস্তার মাথা এলাকার আল-আমিন পেট্রোল পাম্পের দক্ষিণ পাশের ইসলামিয়া ট্রাক হোটেলে যৌথবাহিনী বিশেষ অভিযান পরিচালনা করে ৩৯৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৪ কেজি গাঁজা সহ এলাকার চিহিৃত ৪ মাদক কারবারিকে আটক করে । এ সময় মাদক বেচাকেনার কাজে ব্যবহৃত ৩টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ১টি বাটন মোবাইল ফোন সহ মাদক বিক্রির নগদ ৮৮ হাজার ৫৪০ টাকা জব্দ করা হয়। আটককৃতদে বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে রবিবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত চৌদ্দগ্রাম উপজেলার বিভিন্ন ট্রাক হোটেলগুলোতে রমরমা মাদক ব্যবসা চলছে। এসব হোটেলের মালিকরাই তাদের কর্মচারীদের মাধ্যমে ট্রাক ড্রাইভার-হেলপার সহ এলাকার যুব সমাজের হাতে মরণ নেশা মাদক তুলে দিচ্ছে। বিভিন্ন তথ্য-প্রমাণ ও অভিযোগের প্রেক্ষিতে থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করা সহ আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির কারণে ইতিমধ্যেই মাদক বেচাকেনা অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। মাদকের বিষয়ে থানা প্রশাসন জিরো টলারেন্স নীতিতে কঠোর অবস্থানে রয়েছে। মাদক নির্মূলে থানা পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।