বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি মাহমুদুল :
কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের ঐতিহ্যবাহী ফকিরবাজার ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসায় পবিত্র আশুরা ও কারবালার শহীদদের স্মরণে আলোচনা সভা এবং প্রাক্তন ছাত্র-ছাত্রী সংসদের ২০২৫-২৬ সালের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ জুলাই) মাদ্রাসার অডিটোরিয়ামে এই আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল—
"ঐতিহ্যের ধারক, মূল্যবোধের বাহক"
"প্রাক্তন ছাত্রদের ঐক্যই মাদ্রাসার গৌরব"
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আলহাজ্ব হযরত মাওলানা কাজী আবুল বাশার।
প্রাক্তন ছাত্র সংসদের সভাপতি হযরত মাওলানা নুরুল ইসলাম সভাপতিত্বে, বিশেষ অতিথির বক্তব্যে সাংবাদিক ও আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক ড. মোহাম্মদ ইমরান হোসেন আনসারী শিক্ষা, নৈতিকতা এবং সমাজে প্রাক্তন ছাত্রদের ইতিবাচক ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। উল্লেখযোগ্যভাবে, তিনি এই মাদ্রাসার প্রথম প্রাক্তন ছাত্র হিসেবে ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন। তিনি যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার রবার্ট মরিস ইউনিভার্সিটি থেকে ইনফরমেশন সিস্টেমস অ্যান্ড কমিউনিকেশন বিষয়ে পিএইচডি সম্পন্ন করেন।
নবনির্বাচিত কমিটির সদস্যবৃন্দ, প্রাক্তন ছাত্র-ছাত্রী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় কারবালার শহীদদের আত্মত্যাগ, সত্য ও ন্যায়ের প্রতি অটল থাকার শিক্ষা এবং ইসলামী চেতনায় সমাজ গঠনের গুরুত্ব তুলে ধরা হয়।
অনুষ্ঠান শেষে নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।