বৃহস্পতিবার ১১ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার বহু এলাকায়: ভোগান্তির আশঙ্কা, তিতাসের দুঃখপ্রকাশ

মোঃ শাহজাহান বাশার, স্টাফ রিপোর্টার

ঢাকা ও নারায়ণগঞ্জবাসীর জন্য গুরুত্বপূর্ণ সতর্কবার্তা—আগামী বৃহস্পতিবার, ৩ জুলাই, সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত টানা ১১ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর বহু এলাকায়। তিতাস গ্যাস কর্তৃপক্ষ এই সময়ের মধ্যে গ্যাস লাইন স্থানান্তরের কাজ করবে, যা ডিএনডি খাল খনন প্রকল্পের আওতায় ঢাকার অংশে ৯টি খালে পরিচালিত হচ্ছে।

ঢাকা ও নারায়ণগঞ্জ জেলাজুড়ে জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে চালু থাকা ডিএনডি খাল খনন ও পুনঃসংস্কার প্রকল্পের আওতায় ঢাকার অংশে অবস্থিত ৯টি খালের নিচে বিদ্যমান গ্যাস পাইপলাইন অপসারণ এবং স্থানান্তর করা হচ্ছে। এই কাজের অংশ হিসেবেই আগামী বৃহস্পতিবার সাময়িকভাবে গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড জানিয়েছে, নিচের এলাকাগুলোর সব শ্রেণির গ্রাহকের (আবাসিক, বাণিজ্যিক ও শিল্প) গ্যাস সরবরাহ ১১ ঘণ্টা বন্ধ থাকবে—

টেংরা, বাহির টেংরা, হাজীনগর, আমতলা, বড়ভাঙ্গা, কোদালদোয়া, সানাড়পাড়, নিমাইকাশারি, নামা শ্যামপুর, জিয়া সরণী, জাপানি বাজার তিতাস গ্যাস সড়ক, ছাপড়া মসজিদ, রূপসী বাংলা হাসপাতাল, শনির আখড়া, আরএস টাওয়ার সংলগ্ন এলাকা গোবিন্দপুর, মাতুয়াইল, মৃধাবাড়ী, কাজলা, ভাঙ্গা ব্রীজ, ডেমরা, স্টাফ কোয়ার্টার, আমুলিয়া, পাইটি, জহির স্টীল, শাহরিয়ার স্টীল,ধার্মিক পাড়া ও কাউন্সিল এলাকা

তিতাস গ্যাস কর্তৃপক্ষ আরও জানিয়েছন, উল্লিখিত এলাকা ছাড়াও এর আশপাশের এলাকায় গ্যাসচাপ স্বাভাবিকের চেয়ে কমে যেতে পারে। এতে রান্না ও অন্যান্য দৈনন্দিন কাজেও ব্যাঘাত ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তিতাস গ্যাস কোম্পানির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ সাময়িক অসুবিধার জন্য তারা গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। একই সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সচেতনতার সঙ্গে গ্যাস সরঞ্জাম ব্যবহার করার অনুরোধও জানানো হয়েছে, যাতে গ্যাস আসা-যাওয়ার সময় কোনো দুর্ঘটনা না ঘটে। যারা উল্লিখিত এলাকার বাসিন্দা, তারা আগে থেকেই রান্নার প্রস্তুতি ও বিকল্প ব্যবস্থার চিন্তা করে নিতে পারেন। বিশেষ করে হাসপাতাল, হোটেল, বেকারি ও অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে আগেভাগেই সতর্ক থাকা প্রয়োজন।

যদি আপনি এই তালিকাভুক্ত এলাকার বাসিন্দা হন, তাহলে সময়মতো প্রস্তুতি গ্রহণ করুন এবং প্রয়োজন হলে তিতাস হটলাইনে (১৬০৪৬) যোগাযোগ করুন