
এএনবি২৪ ডট নেট মাহমুদুল।
নাটোরের নলডাঙ্গা উপজেলার একজন তরুণ পরিবেশকর্মী ফজলে রাব্বী সম্প্রতি পরিবেশ ও বন্য প্রাণী সংরক্ষণের বিশেষ অবদানের জন্য ২০২৫ সালের জাতীয় বন্য প্রাণী সংরক্ষণ পুরস্কারে ভূষিত হয়েছেন। পরিবেশ দিবস উপলক্ষে ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে পরিবেশ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান তাঁর হাতে পুরস্কার তুলে দেন।
আরও পড়ুনঃ জাতীয় পুরস্কার পেলেন নাটোরের ফজলে রাব্বী
২০২০ সালের ১২ আগস্ট তাঁর উদ্যোগেই নাটোরের এক গ্রামে অবৈধভাবে আটকে রাখা ৪৯টি বিষধর পদ্মগোখরা সাপ উদ্ধার করা হয়। গ্রামে ছড়িয়ে পড়া আতঙ্কের মধ্যে স্থানীয় পরিবেশকর্মী হিসেবে তিনি বন বিভাগের সঙ্গে যোগাযোগ করে দ্রুত উদ্ধার তৎপরতা পরিচালনা করেন। এরপর থেকেই তাঁর কাজ ছড়িয়ে পড়ে বিভিন্ন এলাকায়।

ফজলে রাব্বীর মতে, “নলডাঙ্গা পুরোপুরি বন্য প্রাণীর জন্য নিরাপদ না হওয়া পর্যন্ত আমার কাজ চলবে।”
অর্জন ও অবদান
ছাত্রজীবন থেকেই বন্য প্রাণী ও পরিবেশ রক্ষায় কাজ করা এই তরুণ এ পর্যন্ত উদ্ধার করেছেন—
৯ হাজারের বেশি পাখি
৫টি হনুমান, ৮২টি সাপ, ২৮টি কাছিম, ৫টি বেজি, ২টি ময়ূর, ১টি শকুন ও নেপালি ইগল
বিভিন্ন প্রজাতির বনবিড়াল ও মেছো বিড়াল
এ ছাড়া শিকারিদের কবল থেকে উদ্ধার করা হয়েছে প্রায় ৩৫০টি ফাঁদ ও জাল।
পরিবেশ সচেতনতা ও গাছরোপণ
পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে তিনি রোপণ করেছেন ৩০ হাজার গাছ, বিতরণ করেছেন ১ লাখ ৩০ হাজার লিফলেট এবং মাইকিং করেছেন ১৮০ বার।
নলডাঙ্গার বাশভাগ গ্রামে গিয়ে দেখা যায়, রাস্তার ধারে বকুল গাছের সারি এবং স্থানীয় মাদ্রাসায় আম ও কাঁঠাল গাছ – যা রাব্বীর হাতে লাগানো। পাখিদের খাবার ও আশ্রয়ের কথা ভেবেই এসব গাছ রোপণ করা হয়েছে।
সবুজ বাংলা: গ্রামীণ পরিবেশ আন্দোলন
পরিবেশ নিয়ে কাজ করার লক্ষ্যে তিনি গড়ে তুলেছেন স্বেচ্ছাসেবী সংগঠন ‘সবুজ বাংলা’। গ্রামীণ নারী-পুরুষ ও শিশুরাও এতে যুক্ত হয়ে পড়েছে। কোথাও কোনো বন্য প্রাণী বিপদে পড়লে ফজলে রাব্বীকেই সবার আগে খবর দেওয়া হয়।
প্রশংসা ও উৎসাহ
বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের (বিবিসিএফ) প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করা রাব্বীর কাজের ভূয়সী প্রশংসা করেছেন বিবিসিএফের প্রতিষ্ঠাতা মোল্যা রেজাউল করিম। তিনি বলেন, “এই ধরনের সংগঠকেরাই আমাদের প্রকৃতিকে বাঁচিয়ে রেখেছে।”
