
মোঃ শাহজাহান বাশার, স্টাফ রিপোর্টার
ঢাকা, ১ জুলাই ২০২৫: রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৬৪-এর উদ্যোগে এবং RIPSA টিমের বলিষ্ঠ নেতৃত্বে ২০২৫-২৬ রোটারি বছরের সূচনা হয়েছে ঢাকায় আয়োজিত এক বর্ণাঢ্য র্যালি ও উৎসবমুখর অনুষ্ঠানের মধ্য দিয়ে। এ উপলক্ষে আজ ১ জুলাই রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত “ইয়ার লঞ্চিং র্যালি” এবং সন্ধ্যায় মোহাখালীর ডিওএইচএস-এ রোয়া কমপ্লেক্সে আয়োজিত “নতুন বছর উদযাপন ও কলার হ্যান্ডওভার অনুষ্ঠান”-এ রোটারি ক্লাব অব ঢাকা ইউনাইটেড অংশগ্রহণ করে সক্রিয় ও অনুপ্রেরণাদায়ী ভূমিকা রাখে।
হাতিরঝিলে আয়োজিত র্যালিতে ক্লাবের নবনির্বাচিত সভাপতি রোটারিয়ান সঞ্জয় বস-এর নেতৃত্বে অংশগ্রহণ করেন সেক্রেটারি মোঃ মিজানুর রহমান ফারাজী, পিপি আদনান সিদ্দিকী, মাহবুবুর রহমান মোল্লিক, নাসির হাওলাদার, মোঃ বরকত উল্লাহ ভূঁইয়া, ডা. জাকির হোসেন, রাশেদুল সরকার, হাবিবুর রহমান এবং রোটারিয়ান আসমা আক্তার জেসমিনসহ অন্যান্য সদস্যরা।
পরবর্তী অনুষ্ঠানে, সন্ধ্যায় “নিউ ইয়ার সেলিব্রেশন ও কলার হ্যান্ডওভার” শীর্ষক আয়োজনেও ক্লাবের সদস্যরা প্রাণবন্ত অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট ও লার্নিং ফ্যাসিলিটেটর মোহাম্মদ আসাদুল্লাহ, সেক্রেটারি মাহবুবুর রহমান মোল্লিক, রোটারিয়ান নাসির হাওলাদার, মোঃ বরকত উল্লাহ ভূঁইয়া, ডা. জাকির হোসেন এবং আসমা আক্তার জেসমিন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ক্লাব সভাপতি রোটারিয়ান সঞ্জয় বস বলেন, “রোটারির নতুন বছর মানেই নতুন স্বপ্ন, নতুন অঙ্গীকার ও সেবার নতুন সম্ভাবনা। আমরা রোটারি ক্লাব অব ঢাকা ইউনাইটেড, আমাদের সদস্যদের নিয়ে সম্মিলিতভাবে কাজ করে যাব সমাজের কল্যাণে, রোটারির আদর্শকে সামনে রেখে। RIPSA ও তার টিমের দুর্দান্ত নেতৃত্বে এই বছরের সূচনা অত্যন্ত অনুপ্রেরণাদায়ী ছিল। আমরা কৃতজ্ঞ তাদের প্রতি।”
তিনি আরও জানান, নতুন রোটারি বছর উপলক্ষে ক্লাবটি ইতোমধ্যে বেশ কিছু কার্যকর সামাজিক প্রকল্প হাতে নিয়েছে, যা বাস্তবায়নের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
যোগাযোগ:
সঞ্জয় সভাপতি (২০২৫-২৬)
রোটারি ক্লাব অব ঢাকা ইউনাইটেড
এএনবিটোয়েন্টিফোর ডট নেট। মাহমুদুল