
দাউদকান্দি (কুমিল্লা), প্রতিনিধি।
কুুুুমিল্লা ৩০ জুুুন কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের সিঙ্গুলা ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসার পুকুরে নির্মাণাধীন একটি ঘাটলার স্লাব ও সিঁড়ির ধাপ ঢালাইয়ের সময় ধসে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, উপজেলা প্রকৌশলীর অবহেলা ও নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের কারণেই এ ঘটনা ঘটেছে।
ঘাটলাটি ‘আইপিসিপি’ প্রকল্পের আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়ন করছিল। মেসার্স রাসেল আহম্মেদ মজুমদার এন্টারপ্রাইজ গত মাসে নির্মাণকাজ শুরু করে। আজ সোমবার ঢালাই চলাকালে সেন্টারিং সরে গিয়ে ঘাটলাটি মাঝখানে দেবে যায় ও ভেঙে পড়ে।
মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মো. শাকের উল্লাহ জানান, কাজ শুরুর দিন প্রকৌশল অফিসের লোকজন এলেও এরপর আর কেউ আসেননি। “ঠিকাদার বা প্রকৌশলীর কেউই আমাদের সঙ্গে যোগাযোগ করেন না, এমনকি কাজের কোনো কাগজপত্রও দেখানো হয়নি,” বলেন তিনি। তিনি আরও জানান, প্রকল্পটির বাজেট সম্পর্কেও তাদের কিছু জানানো হয়নি।
ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক মো. রাসেল আহমেদ বলেন, “ঈদের আগে সাটারিং করা হয়েছিল। মিস্ত্রি চেক না করেই ঢালাই দেওয়ায় এমনটি ঘটেছে। তবে ঘাটলাটি পুনরায় ঢালাই করা হবে।”
এলজিইডির দাউদকান্দি উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম জানান, ২০ লাখ টাকা ব্যয়ে ঘাটলাটি নির্মাণ করা হচ্ছে। তিনি বলেন, “আজ ঢালাই করার বিষয়টি আমরা জানতাম না। এটি শুনে আমি বিস্মিত। আমাদের না জানিয়ে ঢালাই করে ঠিকাদার নিজেই ক্ষতির মুখে পড়েছেন। কাজটি এখন আবার সিডিউল অনুযায়ী করতে হবে। অবশ্যই আমাদের তদারকি আরও জোরদার করা প্রয়োজন ছিল।”
ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের মাঝে ক্ষোভ ও হতাশা লক্ষ করা গেছে। তারা অভিযোগ করেন, শুরু থেকেই তদারকির অভাব এবং নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারণে ঘাটলাটি ধসে পড়েছে।