কুমিল্লা, ২৯ জুন: কুমিল্লার সীমান্তবর্তী এলাকায় সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) পরিচালিত বিশেষ অভিযানে আনুমানিক ১ কোটি ৫ লাখ ৯৮ হাজার ১৮০ টাকা মূল্যের মাদক ও ভারতীয় অবৈধ চোরাচালানি পণ্য উদ্ধার করা হয়েছে।
২৭ থেকে ২৯ জুন পর্যন্ত ব্রাহ্মণপাড়া, বুড়িচং, আখাউড়া ও কসবা সীমান্ত এলাকায় চালানো এ অভিযানে বিজিবি বিপুল পরিমাণ পণ্য জব্দ করে।
জব্দকৃত মালামালের মধ্যে ছিল শাড়ি, থ্রি-পিস, মেহেদী, মাইক্রোবাস, অটোরিকশা, মোবাইল ফোন ও এর যন্ত্রাংশ, অলিভ অয়েল, সেভেন ওয়েল তেল, হুইস্কি, বিয়ার, গাঁজা, ইস্কাফ সিরাপ, মাছ, গরু, ফুসকা, বাজি, মাছের রেনুসহ নানা ধরনের পণ্য।
অভিযানে দুইজন চোরাকারবারিকে হাতেনাতে আটক করা হয়। তারা হলেন—
মো. ইমদাদুল হক (৩০), পিতা আলম মিয়া, বাকশীমূল মধ্যপাড়া, বুড়িচং
মো. বাছির হোসাইন (২৪), পিতা জজু মিয়া, চাটুয়াখোলা, কসবা।
তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে যথাক্রমে বুড়িচং ও কসবা থানায় হস্তান্তর করা হয়েছে।
৬০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান বলেন, "সীমান্তে চোরাচালান প্রতিরোধ ও নিরাপত্তা রক্ষায় আমাদের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।"
এএনবিটোয়েন্টিফোর ডট নেট মাহামুদুল
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।