কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের ঘটনায় এক যুবলীগ নেতার সংশ্লিষ্টতা এবং ধর্মীয় উত্তেজনা সৃষ্টির চেষ্টার অভিযোগ তুলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমানের প্রত্যাহার দাবি করেছে উপজেলা বিএনপি।
রবিবার (২৯ জুন) বিকেলে কুমিল্লা নগরীর একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। লিখিত বক্তব্য পাঠ করেন মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. কামাল উদ্দিন ভূঁইয়া।
তিনি বলেন, “আওয়ামী লীগ ৫ আগস্টের পর আত্মগোপনে গেলেও, থানার ওসি ও একটি রাজনৈতিক উপদেষ্টার পৃষ্ঠপোষকতায় তারা আবার সক্রিয় হয়ে উঠেছে। যুবলীগ নেতা ফজর আলী যে বর্বর ঘটনা ঘটিয়েছে, তা পৃষ্ঠপোষকতা ছাড়া সম্ভব নয়।”
বক্তব্যে আরো অভিযোগ করা হয়, যুবলীগ নেতা আরিফ ও ওসি জাহিদুর রহমান ঘটনাস্থলে গিয়ে বিষয়টিকে বিএনপির কাজ বলে প্রচার করছেন, যাতে হিন্দু ধর্মাবলম্বীদের খেপিয়ে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করা যায়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা মজিবুল হক, পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দ, মহিলা দল ও ছাত্রদল নেতারাও।
অভিযোগ প্রসঙ্গে ওসি জাহিদুর রহমান বলেন, “আমার বিরুদ্ধে আনিত অভিযোগ ভিত্তিহীন। আমি নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে যাচ্ছি।”
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।