নাটোর প্রতিনিধিঃ নাটোরের নলডাঙ্গায় অগ্নিকান্ডে ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩৩ টি পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সার্বিক সহযোগিতা ও অর্থয়ানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেদুয়ানুল হালিম ক্ষতিগ্রস্ত এসব পরিবারে ঢেউটিন ও আর্থিক চেক প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা প্রকল্প কর্মকর্তা হাসিবুল হাসান,উপজেলা কৃষি কর্মকর্তা কিশোয়ার হোসেন,উপজেলা বিআরডিপি কর্মকর্তা মোস্তফা শাহিন,উপজেলা প্রকল্প কর্মকর্তা কার্যালয়ের অফিস সহকারী জহুরুল ইসলাম প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেদুয়ানুল হালিম বলেন,অগ্নিকান্ডে ২৩ টি পরিবারের মাঝে ২ বান্ডিল ঢেউটিন ও ৬ হাজার টাকার চেক এবং প্রাকৃতিক দুর্যোগে ১০টি পরিবারের মাঝে ১ বান্ডিল ঢেউটিন ও ৩ হাজার টাকার চেক ক্ষতিগ্রস্ত মোট ৩৩ টি পরিবারের মাঝে এসব সহয়তা প্রদান করা হয়।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।