মাহমুদুল হাসান কালাম।
বুড়িচংয়ের, ষোলনল ইউনিয়ন এর নতুন বাজার,ভরাসাল গাজিপুর, বড়বুড়িয়া সহ ভারেল্লা ইউনিয়ন ও কংশনগর বাজারে কর্মীদের তৎপরতা বৃদ্ধি
কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের আসন্ন ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সোহরাব খান চৌধুরীর পক্ষে জোরদার প্রচারণা চালাচ্ছেন তার সমর্থিত কর্মীরা।
সোমবার ৩০ জুন, ষোলনল, ভারেল্লা ইউনিয়ন এবং কংশনগর বাজার এলাকায় তার সমর্থকেরা গণসংযোগ, লিফলেট বিতরণ ও স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন।
প্রচারণাকালে কর্মীরা ব্যারিস্টার সোহরাবের শিক্ষাগত যোগ্যতা, পেশাগত অভিজ্ঞতা এবং এলাকার উন্নয়নে তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। তারা জানান, "অর্থ-প্রভাব ও দলীয় হট্টগোলের বাইরে থেকে সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে জনগণ ব্যারিস্টার সোহরাবকে স্বতঃস্ফূর্তভাবে সমর্থন করছে।"
স্থানীয় এক দোকানদার বলেন, “নতুন মুখ, শিক্ষিত এবং এলাকার সন্তান—এই তিনটি গুণই তাকে আলাদা করে তুলেছে।”
প্রচারণায় স্থানীয় তরুণদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। তাদের মতে, "পরিবর্তনের জন্য ব্যারিস্টার সোহরাবের মতো একজন সাহসী, সৎ প্রার্থী দরকার, যিনি জনগণের দায়িত্ব বুঝেন।"
প্রসঙ্গত, ব্যারিস্টার সোহরাব খান চৌধুরী একজন লন্ডনপ্রবাসী আইনজীবী, যিনি নিজ এলাকা বুড়িচং-ব্রাহ্মণপাড়ার উন্নয়নের লক্ষ্যে রাজনীতিতে সক্রিয় আছেন।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।