ঢাকা, ২৮ জুন ২০২৫:
প্রধানমন্ত্রীর সাবেক প্রেস সচিব নাইমুল ইসলাম খানের সঙ্গে গোপন বৈঠকের উদ্দেশ্যে ভারতে পালিয়ে যাওয়ার সময় কুমিল্লার দুই সাংবাদিককে সীমান্ত থেকে আটক করেছে সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নীলফামারী সীমান্তবর্তী এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে প্রায় ২০ লাখ টাকার সমপরিমাণ বিদেশি মুদ্রা (মার্কিন ডলার) উদ্ধার করা হয়।
এর আগেও এই দুজনের বিরুদ্ধে যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করার অভিযোগ রয়েছে। তবে এইবার তারা বিজিবির গোয়েন্দা শাখার নজরদারিতে ছিলেন বলে জানা গেছে।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় নজরদারির সময় দুইজনকে সীমান্ত অতিক্রমের চেষ্টাকালে চিহ্নিত করা হয়। পরবর্তীতে তাদের আটক করে বিজিবি সদস্যরা যৌথ বাহিনীর হাতে হস্তান্তর করে। বর্তমানে তারা নীলফামারীর একটি বিশেষ গোয়েন্দা সংস্থার (ডিবি) হেফাজতে রয়েছেন এবং তাদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে।
১. শাহজাদা এমরান – কুমিল্লার একটি অনলাইন সংবাদমাধ্যম আমাদের কুমিল্লা-এর সাংবাদিক। অভিযোগ রয়েছে, উক্ত সংবাদমাধ্যমটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রেস সচিব নাইমুল ইসলাম খানের প্রত্যক্ষ সম্পাদনায় পরিচালিত হয়।
২. তরিককুল ইসলাম 'করুন' (ছদ্মনাম) – কুমিল্লার সিডি প্যাড হাসপাতালে কর্মরত। নিজেকে ‘সাংবাদিক’ পরিচয় দিয়ে বিভিন্ন মহলে পরিচিত হলেও প্রকৃত পেশাগত সাংবাদিকতার সঙ্গে তার সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্ন রয়েছে।
বিশ্বস্ত গোয়েন্দা সূত্র জানিয়েছে, আটক দুজনের ভারত ভ্রমণের উদ্দেশ্য ছিল নাইমুল ইসলাম খানের সঙ্গে গোপন বৈঠক। সেই বৈঠকের মাধ্যমে তারা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বার্তা বা নথি আদান-প্রদান করতে পারে—এমন সন্দেহেই তদন্ত চলছে। তাদের সঙ্গে কোনো আন্তর্জাতিক সংযোগ বা চক্র রয়েছে কি না, তাও খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থাগুলো।
ঘটনার পর সরকারের উচ্চ পর্যায়ে সতর্কতা জারি করা হয়েছে। রাষ্ট্রীয় নিরাপত্তার প্রশ্নে এই ঘটনায় গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত রয়েছে বলে ধারণা করছে সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাগুলো। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে বিশেষ নজরদারি বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।