শিক্ষার আলো ছড়ানো প্রতিষ্ঠান ‘ইকরা আদর্শ শিশু নিকেতন’ আজ সংকটে

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি:

 

কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশিমুল ইউনিয়ন এর কোদালিয়া গ্রামে অবস্থিত ‘ইকরা আদর্শ শিশু নিকেতন’ গত ২৮ বছর ধরে এলাকার কোমলমতি শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে আসছে। প্রতিষ্ঠার পর থেকে এই শিক্ষাপ্রতিষ্ঠান অসংখ্য গুণীজন, পেশাজীবী ও মানবসম্পদ গড়ে তুলেছে, যারা দেশ ও দেশের বাইরে সুনামের সাথে কাজ করে যাচ্ছেন।

 

কিন্তু সম্প্রতি এই প্রতিষ্ঠানকে ঘিরে এক অস্বস্তিকর ও উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, একাধিক ব্যক্তি বা গোষ্ঠী পরিকল্পিতভাবে প্রতিষ্ঠানটির ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টায় লিপ্ত। কে বা কারা এই অন্যায় কর্মকাণ্ডের পেছনে রয়েছে, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। তবে স্থানীয় সচেতন মহল মনে করছেন, এ ঘটনার নেপথ্যে কোনো গোপন স্বার্থসংশ্লিষ্ট চক্রান্ত থাকতে পারে।

এ বিষয়ে প্রতিবাদ জানিয়ে আজ্ঞাপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের   প্রাক্তন শিক্ষার্থী ও সচেতন নাগরিক কাজী আজিম সুমন, ‘আলোকিত  আজ্ঞাপুর প্লাটফর্ম  পক্ষ থেকে বলেন—

“এই ঘটনা শুধু ইকরা আদর্শ শিশু নিকেতনের ওপর আঘাত নয়, এটি গোটা সমাজের শিক্ষা ও নৈতিকতার প্রতি চ্যালেঞ্জ। আমরা সবাইকে আহ্বান জানাই, দোষীদের চিহ্নিত করুন, মুখোশ উন্মোচন করুন এবং তাদের বিচারের মুখোমুখি করুন।”

 

তিনি আরও বলেন, “প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি—এই অন্যায় কর্মকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হোক।”

স্থানীয় বাসিন্দারা মনে করছেন, এমন একটি দীর্ঘসময় ধরে সফলভাবে পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র বরদাশতযোগ্য নয়। এ ধরনের ঘটনা ভবিষ্যত প্রজন্মের শিক্ষাপ্রবাহে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

 

এদিকে এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্য ও ক্ষোভ বিরাজ করছে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।