মোঃ শাহজাহান বাশার, স্টাফ রিপোর্টার
ঢাকা, ২০ জুন ২০২৫: বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)-এর মহাসচিব, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল আজিজ সরকার-এর স্মরণে আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের চেয়ারম্যান ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী। তিনি আবেগপূর্ণ বক্তব্যে বলেন, “আব্দুল আজিজ সরকারের অভাব শুধু দলের জন্য নয়, জাতির জন্যও এক অপূরণীয় ক্ষতি। তিনি ছিলেন ত্যাগ, নিষ্ঠা ও আদর্শের জীবন্ত প্রতীক।
সভায় সভাপতিত্ব করেন স্মরণসভা উদযাপন পরিষদের আহ্বায়ক মোঃ সোহেল সামাদ বাচ্চু।
বক্তব্য রাখেন বাংলাদেশ জনমত পার্টির আহ্বায়ক সুলতান জিসান উদ্দিন প্রধান, বেক্সিনেশন মহাসচিব একেএম শাহ আলম ফরাজি, ঢাকা চেম্বারের সাবেক পরিচালক সরফ উদ্দীন, অধ্যক্ষ মোহাম্মদ আলী চৌধুরী মানিক, আহলে সুন্নাত ওয়াল জামাতের নির্বাহী মহাসচিব হযরত মাওলানা মাসুদ হোসাইন আল কাদেরী, এডভোকেট মুহাম্মদ জহিরুল ইসলাম, এডভোকেট সুশান্ত দাসসহ অনেকেই।
মরহুমের সন্তান রিজা আজিজ, আমাতুল আজিজ আয়েশা, পুত্রবধূ সোনিয়া আহমেদ স্মৃতিচারণ করেন।
অনুষ্ঠান শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
বক্তারা বলেন, অ্যাডভোকেট আব্দুল আজিজ ছিলেন একজন আদর্শবান রাজনীতিবিদ, মানবতাবাদী ও মহান মুক্তিযোদ্ধা, যার অবদান জাতি চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ করবে।
এএনবিটোয়েন্টিফোর ডট নেট/মাহামুদুল
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।