লাল স্বাধীনতা, কালাম।

লাল স্বাধীনতা,
মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম।

এই যদি সড়কের অবস্থা—
খোঁড়াখুঁড়ি, গর্ত, ধুলোর রাজত্ব,
পথের ধারে ভাঙা স্বপ্ন পড়ে থাকে,
আর শিশুর পায়ে জখম হয় প্রতিদিন।

এই যদি হাসপাতালের চিত্র—
চিকিৎসা নেই, ওষুধ নেই, বিছানা নেই,
সাদা অ্যাম্বুলেন্সের ভেতরে কেবল
নির্বাক কান্না আর দুঃখের শব্দ বাজে।

এই যদি বিদ্যালয়ের দেয়াল—
পড়া নেই, শিক্ষক নেই, ছায়া নেই,
বইয়ের পাতায় ধুলা জমে থাকে,
স্বপ্নগুলো অঙ্ক ভুলে যায়।

এই যদি ন্যায়ের পরিণাম—
ঘুষের হাসি, চোরের পদক,
সত্যবাদী নিঃশব্দে কাঁদে,
আর বিচার ঘুমায় আধা চোখে।

তবে বলো,
কি হবে লাল স্বাধীনতা?
রক্তে কেন রাঙালাম প্রভাতবেলা?
শহীদ মিনার কি শুধুই পাথরের স্তম্ভ?
নাকি এখনো জেগে উঠবে কণ্ঠ?

তবু আশার বাতি নিভে না আজও,
একটি চোখ, একটি কলম, একটি মুষ্টিবদ্ধ হাত—
তৈরি করে নতুন পথ,
যেখানে স্বাধীনতা শুধু লাল নয়,
জীবন্ত।