📅 পরীক্ষা শুরু ২৬ জুন, শেষ ১০ আগস্ট
মোঃ শাহজাহান বাশার, স্টাফ রিপোর্টার
ঢাকা, ১৫ জুন:
সারা দেশের লাখো শিক্ষার্থীর অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী ২৬ জুন (বৃহস্পতিবার) থেকে শুরু হতে যাচ্ছে ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা। জাতীয় গুরুত্বপূর্ণ এই পরীক্ষাকে ঘিরে প্রশ্নপত্র নিরাপত্তা, সরবরাহ ও কেন্দ্রীয় শৃঙ্খলা নিশ্চিতে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড একযোগে ৩৩ দফা নির্দেশনা জারি করেছে।
রোববার (১৫ জুন) ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দারের স্বাক্ষরিত এক স্মারকে এসব নির্দেশনা পাঠানো হয়েছে। এতে পরীক্ষার কেন্দ্র সচিবদের উদ্দেশ্যে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়, যা দেশের সব বোর্ড ও শিক্ষা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেও অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।
বোর্ড জানায়, বিজি প্রেস থেকে প্রেরিত এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্রগুলো নির্ধারিত স্টেটমেন্ট অনুযায়ী সঠিকভাবে এসেছে কি না, তা প্রত্যেকটি কেন্দ্র সচিবকে যাচাই করে নিশ্চিত করতে হবে। যদি কোনো সেটে প্রশ্ন কম-বেশি পাওয়া যায়, তাহলে আগামী ১৯ জুনের মধ্যে ই-মেইলের মাধ্যমে তা বোর্ডে জানানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
এছাড়াও পরীক্ষার তিন দিন আগেই ট্রেজারি অফিস থেকে প্রশ্নপত্র সংগ্রহ করে নির্ধারিত সেট অনুযায়ী সুরক্ষিত খামে সংরক্ষণ করার নির্দেশ দেওয়া হয়েছে। পরীক্ষার দিন সকালেই বোর্ড থেকে প্রাপ্ত এসএমএসে উল্লেখিত সেট অনুযায়ী খাম খোলা যাবে। অব্যবহৃত সেট খোলা যাবে না এবং তা অক্ষত অবস্থায় বোর্ডে ফেরত দিতে হবে।
প্রশ্নপত্র পরিবহন ও খোলার সময় সংশ্লিষ্ট থানার ট্যাগ অফিসার ও পুলিশের উপস্থিতি নিশ্চিত করতে হবে। কেন্দ্রে প্রবেশপথে নকল প্রতিরোধে বোর্ড সরবরাহকৃত পোস্টার টানাতে হবে এবং প্রয়োজনে হ্যান্ড মাইকের মাধ্যমে জনসচেতনতা তৈরি করতে হবে।
সব পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন, কেন্দ্রের আশপাশে ভিড় বা জটলা নিয়ন্ত্রণ, পরীক্ষার সময় কেন্দ্রের কক্ষে শুধুমাত্র অ্যানালগ কাঁটাযুক্ত ঘড়ি ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। ডিজিটাল, স্মার্ট ডিভাইস বা মোবাইল ফোন নিষিদ্ধ করা হয়েছে।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রণীত পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির আলোকে শিক্ষার্থীরা পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ের পরীক্ষায় অংশগ্রহণ করবে।
আসন বিন্যাসে পরীক্ষার্থীদের মাঝে কমপক্ষে তিন ফুট দূরত্ব বজায় রাখতে হবে।
প্রতি ২০ জন পরীক্ষার্থীর জন্য একজন কক্ষ পরিদর্শক এবং প্রতিটি কক্ষে কমপক্ষে দুইজন পরিদর্শক নিয়োজিত রাখতে হবে।
পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ নিশ্চিত করতে হবে।
কেউ দেরিতে এলে তার নাম, রোল নম্বরসহ প্রয়োজনীয় তথ্য রেজিস্টারে লিপিবদ্ধ করে বোর্ডে পাঠাতে হবে।
প্রবেশপত্রে কোনো ভুল থাকলে তা চার কর্মদিবসের মধ্যে সংশোধনের ব্যবস্থা নিতে হবে।
পরীক্ষা শেষে সৃজনশীল (CQ) ও বহু নির্বাচনী (MCQ) উত্তরপত্র পৃথকভাবে নির্ধারিত খামে গুছিয়ে বোর্ডে পাঠাতে হবে। ইংরেজি ভার্সনের জন্য পৃথক খাতা ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।
প্রযুক্তি নির্ভর অনলাইন তথ্য ব্যবস্থাপনায় বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশনা দেওয়া হয়েছে যাতে কোনো প্রকার তথ্য ফাঁস বা নিরাপত্তা ঝুঁকি না থাকে।
এ বছর পরীক্ষার সময় বর্ষাকাল হওয়ায় বিদ্যুৎ বিভ্রাট প্রতিরোধে স্থানীয় বিদ্যুৎ বিভাগের সঙ্গে যোগাযোগ করে আগাম ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে। তত্ত্বীয় পরীক্ষা: ২৬ জুন থেকে ১০ আগস্ট, ব্যবহারিক পরীক্ষা: ১১ আগস্ট থেকে ২১ আগস্ট
সার্বিকভাবে এইচএসসি ও সমমানের পরীক্ষা যাতে সুষ্ঠু, নিরাপদ, নকলমুক্ত ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়, তার জন্য এবার বোর্ড নজিরবিহীন সতর্কতা ও নির্দেশনা গ্রহণ করেছে। বোর্ড আশা করছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও অভিভাবকদের সক্রিয় সহযোগিতায় দেশব্যাপী এই পরীক্ষা হবে সম্পূর্ণ নির্ভুল এবং সম্মানজনকভাবে সম্পন্ন।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।