মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম।
ফকির বাজার ইসলামিয়া ছুন্নিয়া সিনিয়র আলিম মাদ্রাসা প্রাঙ্গণে আজ রবিবার (৮ জুন) এক আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে প্রাক্তন ছাত্র সংসদের ঈদ পুনর্মিলনী ও কাউন্সিল অধিবেশন। এ উপলক্ষে ঘোষণা করা হয়েছে নতুন কার্যনির্বাহী কমিটি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মাওলানা মুফতি কাজী আবুল বাশার।
অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে, যা পরিবেশন করেন মাদ্রাসার প্রাক্তন ছাত্র মাওলানা মহিউদ্দিন। এরপর নাতে রাসুল (সা.) পরিবেশন করেন মাওলানা কাজী কাওসার আহমেদ, যার আবেগঘন পরিবেশনা উপস্থিত সকলকে বিমোহিত করে তোলে।
স্বাগত বক্তব্য প্রদান করেন প্রাক্তন ছাত্র সংসদের সভাপতি ও অনুষ্ঠানের সভাপতি মাওলানা মিজানুর রহমান তাহেরী। তিনি তাঁর বক্তব্যে ঈদের ধর্মীয় ও সামাজিক তাৎপর্য, প্রাক্তনদের পারস্পরিক সৌহার্দ্য এবং ছাত্র সংসদের ভূমিকা নিয়ে আলোচনা করেন।
নতুন কমিটি ঘোষণা
কাউন্সিল অধিবেশনের মাধ্যমে গঠিত হয় ফকির বাজার ইসলামিয়া ছুন্নিয়া সিনিয়র আলিম মাদ্রাসার প্রাক্তন ছাত্র সংসদের নতুন কমিটি। নবনির্বাচিতরা হলেন:
[caption id="attachment_19378" align="alignnone" width="300"] প্রথমে, নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ নরুল ইসলাম সুমন, সাধারণ সম্পাদক, কাজী মোহাম্মদ আল -ইমরান, সাংগঠনিক সম্পাদক কাজী মোস্তাফিজুর রহমান বাশারীকে নির্বাচিত করা হয়েছে।[/caption]
পরবর্তী পর্যায়ে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে উপস্থিত ছাত্ররা নাতে রাসুল (সা.), ইসলামিক সংগীত, কবিতা ও স্বরচিত লেখা পরিবেশন করে, যা অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তোলে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—মোহাম্মদ রফিজ উদ্দিন, মাওলানা মাহবুবর আলম আল কাদরী, মাওলানা কাজী আবু কাউছার, মোহাম্মদ আব্দুল হান্নান, মোহাম্মদ আমিনুর রহমান, মোহাম্মদ কামাল হোসেন সরকার, মোহাম্মদ নুরুল ইসলাম, মোহাম্মদ গোলাম জিলানী, কাজী মোহাম্মদ আল ইমরান, মোহাম্মদ কাজী মুস্তাফিজুর রহমান বাশারী, কাজী রশিদ আহম্মেদ, মোহাম্মদ ফারুক আহম্মেদ, মোহাম্মদ সাইদুর রহমান মিন্টু, মোহাম্মদ আবুল হাসেম, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম, মোহাম্মদ মহিউদ্দিন, মোহাম্মদ জাহিদুল হাসান, মোহাম্মদ সাঈদ হাসান, মোহাম্মদ তানভীর—সহ আরও অনেকে।
সার্বিকভাবে অনুষ্ঠানটি ছিল সুশৃঙ্খল, শিক্ষামূলক ও হৃদয়গ্রাহী। এটি অংশগ্রহণকারীদের মধ্যে ঈদের আনন্দ উদযাপনের পাশাপাশি প্রাক্তন ছাত্রদের মধ্যে বন্ধনের দৃঢ়তা ও সম্মিলনের এক অনন্য সুযোগ সৃষ্টি করেছে।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।