মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ দেশটির ইমিগ্রেশন কন্ট্রোলার জেনারেল আহমেদ ফাসিহের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (৩ জুন) দুপুরে মালদ্বীপ ইমিগ্রেশন সদর দফতরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে মিশনের কল্যাণ সহকারী জসীম উদ্দিন এবং মালদ্বীপ ইমিগ্রেশনের ডেপুটি চীফ ইমিগ্রেশন অফিসার আলী সুনান উপস্থিত ছিলেন।
আলোচনায় মালদ্বীপে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। এর মধ্যে ছিল চলমান ইমিগ্রেশন কার্যক্রম, পেশাজীবীদের জন্য ডিপেন্ডেন্ট ভিসা সুবিধা, অবৈধ কর্মীদের বৈধকরণ, পাসপোর্ট পরিবর্তনের কারণে ভিসা সংশোধন, পর্যটকদের ভিসা অন-অ্যারাইভাল সুবিধা, ডিটেনশন সেন্টারের সুযোগ-সুবিধা এবং বাংলাদেশি কর্মীদের পরিবারের সদস্যদের ভ্রমণ সহজীকরণ।
বাংলাদেশ মিশনের পক্ষ থেকে বৈধ ভিসাধারী বাংলাদেশি নাগরিকদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং কোনো ধরনের হয়রানি না করার আহ্বান জানানো হয়। একইসঙ্গে অবৈধ কর্মীদের বৈধকরণের সুযোগ আরও সহজ করার জন্য অনুরোধ জানানো হয়।
ইমিগ্রেশন কর্তৃপক্ষ মালদ্বীপে অবস্থানরত সকল বাংলাদেশি কর্মীকে দেশটির আইন মেনে চলার আহ্বান জানান।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।