মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম
কুমিল্লা, ৩ জুন, কুমিল্লা সদর দক্ষিণ থানার পুলিশের একটি বিশেষ অভিযানে টমসম ব্রিজ এলাকা থেকে পিস্তলসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃতদের নাম তাৎক্ষণিকভাবে প্রকাশ না করলেও পুলিশ জানায়, তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। পুলিশ ধারণা করছে, এই অস্ত্র অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল।
সদর দক্ষিণ থানা সূত্রে জানা যায় গোপন তথ্যের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।"
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতের মাধ্যমে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, এ চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।