মো: সেলিম রানা কুয়ালালামপুর, মালয়েশিয়া |
বাংলাদেশ হাই কমিশনে ট্রাভেল পাসের জন্য বারবার ধর্ণা দেওয়ার পরও কোনো সহায়তা না পেয়ে এক প্রবাসী বাংলাদেশি মারা গেছেন বলে জানা গেছে। হতভাগ্য ওই প্রবাসী দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এবং দেশে ফিরে চিকিৎসা গ্রহণ করার জন্য ট্রাভেল পাসের আবেদন করেছিলেন।
সূত্রে জানা যায়, তিনি তিন-চারবার হাই কমিশনে গিয়েছিলেন ট্রাভেল পাসের জন্য। প্রতিবারই নতুন করে নানান কাগজপত্রের দাবি করে তাঁকে হয়রানি করা হয়। কখনো বলা হয়েছে পাসপোর্টের ফটোকপি লাগবে, আবার কখনো জন্ম নিবন্ধনের কাগজপত্র চাওয়া হয়েছে। সবশেষে আজ সকালে তিনি পুলিশি রিপোর্ট নিয়ে হাজির হলে তাও গৃহীত হয়নি বলে অভিযোগ।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই প্রবাসী হাই কমিশনের ভেতরেই অসুস্থ হয়ে পড়েন এবং সেখানেই তার মৃত্যু হয়।
স্থানীয় প্রবাসীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, মালয়েশিয়ায় লক্ষ লক্ষ অবৈধ প্রবাসী মানবেতর জীবনযাপন করছেন, অথচ বাংলাদেশ হাই কমিশন তাদের পাশে দাঁড়ায় না। হাই কমিশনের কর্মকর্তারা দায়িত্ব পালনের পরিবর্তে দুর্ব্যবহার ও উদাসীনতা প্রদর্শন করে যাচ্ছেন বলে অভিযোগ তাদের।
প্রবাসীদের দাবি, হাই কমিশনে নিয়োজিত কর্মকর্তা ও কর্মচারীদের মনিটরিং ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। যারা সত্যিকারের বিপদে পড়া প্রবাসীদের সহায়তা না করে তাদের হয়রানি করেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।