
মোঃ শাহজাহান বাশার, স্টাফ রিপোর্টার।
বর্তমান প্রেক্ষাপটে ইনসাফ ও অধিকার প্রতিষ্ঠায় রাজনীতিতে সুননী সূফি পীর মাশায়েখ ও অনুসারীদের অংশগ্রহণ জরুরী
বর্তমান প্রেক্ষাপটে ইনসাফ ও অধিকার প্রতিষ্ঠায় রাজনীতিতে সুফিদের অংশগ্রহণ জরুরী হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন মাইজভাণ্ডার দরবার শরীফের পীর ও বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)-এর চেয়ারম্যান হযরত শাহসুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী ওয়াল হোসাইনী আল মাইজভাণ্ডারী মাদ্দাজিল্লুহুল আলী।
তিনি বলেন, সুফিরা ধ্যান সাধনা করেন, জিকির আযকার করেন, মানুষের আত্মার পরিশুদ্ধতার জন্য কাজ করেন। তাঁরা সব সময় শান্তিপ্রিয় থাকেন। সমাজে শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। কিন্তু যেখানে মানবতার উপর আঘাত এসেছে, সমাজে অন্যায় অবিচার মাথা ছাড়া দিয়ে উঠেছে সুফিরা সেখানেই তীব্র প্রতিবাদ গড়ে তুলেন। তিনি আরো বলেন, আজকে এক শ্রেণীর মানুষ নিজেদের হীন স্বার্থ চরিতার্থ করার জন্য সুফি পীর মাশায়েখদের কে খানেকাহ্-দরবারে সীমাবদ্ধ রাখতে চায়।
এরা রাজনীতিতে সুফিদের উত্থানকে ভয় পায়। কারণ রাজনীতিতে ভালো মানুষের অংশগ্রহণ বৃদ্ধি পেলে ধর্মীয় রাজনীতির নামে উগ্রবাদিতা প্রদর্শন করার পথ রুদ্ধ হয়ে যায়। তাই তারা মাজার খানেকাহ্ দরবারসহ সুফিদের আস্তানা গুলোকে টার্গেট করেছে। বিএসপি চেয়ারম্যান বলেন, সুফিদের জন্য রাজনীতি নয় এ সমস্ত সুবিধাবাদী কথাবার্তা বলে সুফিবাদি সুন্নি জনতা কে আর বিভ্রান্ত করার সুযোগ নেই। এবার ঐক্যবদ্ধভাবে সুফি সুননী জনতাকে জেগে উঠতে হবে। আগামী নির্বাচনে সুফিবাদী সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠায় সুন্নীদের পক্ষে ভোট বিপ্লবের মাধমে উগ্রবাদীদের বিষ দাঁত উপড়ে ফেলা হবে বলেন আশাবাদ ব্যক্ত করেন সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী।
শনিবার (৩১ মে) বিকেলে রাজধানীর মিরপুর-১ খানকাহ শরীফে মাইজভাণ্ডারী খলিফা সম্মেলন ও হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্টের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে স্বাগত বক্তব্য রাখেন, ট্রাস্টের মহাসচিব এডভোকেট কাজী মহসিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া কেন্দ্রীয় পরিষদের মহাসচিব আলহাজ্ব শাহ্ মোহাম্মদ আলমগীর খান মাইজভাণ্ডারী। এতে বক্তব্য রাখেন, দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত মাইজভাণ্ডার দরবার শরীফ গাউছিয়া রহমানিয়া মইনীয়া মনজিলের খলিফাবৃন্দ, হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্টের সদস্যবৃন্দ, আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া ও মইনীয়া যুব ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। মিলাদ কিয়াম শেষে মুসলিম উম্মাহর কল্যাণ, দেশ ও বিশ্ববাসীর শান্তি-সমৃদ্ধি কামনায় আখেরী মুনাজাত পরিচালনা করেন শাহ্সূফী মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী মাইজভাণ্ডারী।