মোঃ ফিরোজ আহমেদ তালুকদার মোড়েলগঞ্জ প্রতিনিধি ( বাগেরহাট )
বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ পৌর শহর সহ আশপাশের ২০ গ্রাম নিম্নচাপ ও জোয়ারের প্রভাবে মোরেলগঞ্জ সদর ইউনিয়নের কাঠালতলা, ভাইজোড়া, গাবতলা, খাউলিয়া। ও পার্শ্ববর্তী সন্ন্যাসী, বারইখালি, সোনাখালি, পুটি খালি, বহরবুনিয়া, জিউ ধরা, গুলিসাখালী বলাইবুনিয়া সহ আশপাশের বেশ কিছু এলাকা নিম্নচাপ ও জোয়ারের পানিতে প্লাবিত হয়।
বসতবাড়িসহ মাছের ঘের পুকুর ও জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় বলে জানান স্থানীয় জনসাধারণ। তবে কোন প্রাণহানি হয়নি। স্থানীয় জনপ্রশাসন ও জনপ্রতিনিধিরা প্লাবিত এলাকা পরিদর্শন করেন। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।