মোহাম্মদ মাহামুদুল হাসান কালাম।
ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার সংযোগ সড়কটি এখন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। প্রতিদিন এই সড়ক দিয়ে কসবা, নয়নপুর, ব্রাহ্মণপাড়া ও বুড়িচংসহ দুই জেলার হাজার হাজার মানুষ যাতায়াত করেন। সড়কের বেহাল দশায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে।
২০২৪ সালের ভয়াবহ বন্যার সময় এই সড়ক দিয়েই দুর্গত এলাকার মানুষদের কাছে ত্রাণ পৌঁছানো হয়েছিল। সেই সময় এটি ছিল একমাত্র নির্ভরতার পথ। কিন্তু বর্তমানে সড়কটির সর্বত্র দেখা দিয়েছে বড় বড় গর্ত। কয়লাবাহী ও ভারী মাটিবাহী ট্রাকসহ নানা ধরনের ভারী যানবাহন প্রতিদিন চলাচল করায় রাস্তাটি নষ্ট হয়ে গেছে। সামান্য বৃষ্টিতেই গর্তগুলোতে পানি জমে যায়, যা প্রাণঘাতী ফাঁদে পরিণত হয়েছে।
স্থানীয়রা জানায়, প্রতিদিন এই রাস্তায় ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। স্কুল-কলেজের শিক্ষার্থী, শ্রমজীবী মানুষ, রোগীবাহী গাড়ি — সবার যাতায়াতে চরম ভোগান্তি তৈরি হয়েছে। একাধিক মোটরসাইকেল দুর্ঘটনা এবং মালবাহী গাড়ি উল্টে যাওয়ার ঘটনাও ঘটেছে সাম্প্রতিক সময়ে।
স্থানীয় বাসিন্দা নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন,আমরা বারবার স্থানীয় প্রশাসনকে জানিয়েছি, কিন্তু কোনো সমাধান হয়নি। এই সড়কটি দ্রুত মেরামত না করলে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে।’
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী অতি দ্রুত সড়ক মেরামতের দাবি জানিয়েছে। মানুষ নিরাপদে চলাচল করতে পারবে — এমন ব্যবস্থা নেওয়া এখন সময়ের দাবি।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।