
রিপোর্ট : আনোয়ার আরমান
কোরবানির ঈদকে সামনে রেখে সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল রাধুনী নিবেদিত এবং ওমেন কালিনারি অ্যাসোসিয়েশন আয়োজিত দেশের অন্যতম অনলাইন ভিত্তিক মাংসের সেরা রেসিপি ২০২৫ সিজন ৪।
ইতিমধ্যে এই অনুষ্ঠানটি সবার কাছে অত্যন্ত প্রিয় হয়ে উঠেছে। এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কয়ার কনজিউমার প্রোডাক্ট এর হেড অফ মার্কেটিং জনাব ইমতিয়াজ ফিরোজ এবং ওমেন কালিনারি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট নাজমা হুদা, ভাইস প্রেসিডেন্ট কল্পনা রহমান সহ উক্ত অ্যাসোসিয়েশনের এক্সিকিউটিভ মেম্বার গন ।
অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট নাজমা হুদা বলেন, আসন্ন কোরবানি ঈদকে সামনে রেখে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তিনি আরো বলেন অনুষ্ঠানটি ইতিমধ্যে সারা দেশব্যাপী পরিচিতি লাভ করেছে এবং জনপ্রিয়তাও পেয়েছে।
এই ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করে দেশের বিভিন্ন অঞ্চলের সুস্বাদু খাবারগুলো উপস্থাপন করার সুযোগ পেয়ে থাকে নারীরা। সেই সাথে এই প্রতিযোগিতায় যারা বিজয়ী নির্বাচিত হবেন তারা পাচ্ছে অনুষ্ঠানের পুরস্কার হিসেবে এক লক্ষ টাকা ।পরিশেষে আমি বলবো যারা দেশের সেরা মজার মজার রান্না নিয়ে নিজেকে দেশবাসীর কাছে উপস্থাপন করতে চান, তাহলে আপনারা আমাদের এই প্রতিযোগিতায় গ্রহণ করতে পারেন।