সৌদি আরব প্রতিনিধি: মো. সেলিম রানা
সৌদি আরবে ডেলিভারির পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ২৩ বছর বয়সী প্রবাসী যুবক মো. ইমরান। বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যায় রিয়াদের একটি সড়কে এই দুর্ঘটনা ঘটে।
ইমরান গত বছর ফুড ডেলিভারি কোম্পানিতে চাকরি নিয়ে সৌদি আরবে যান। দিন-রাত পরিশ্রম করে উপার্জনের মাধ্যমে পরিবারকে একটু স্বাচ্ছন্দ্য দিতে চেয়েছিলেন তিনি। কিন্তু সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই না ফেরার দেশে পাড়ি জমালেন তরুণ এই প্রবাসী।
নিহত ইমরানের বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার একটি গ্রামে। তার বাবা নুর নবী একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিয়ন। সংসারের অভাব অনটনের কারণে ইমরান পরিবারের হাল ধরতে গিয়েছিলেন প্রবাসে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে খাবার ডেলিভারির উদ্দেশ্যে বের হলে একটি প্রাইভেটকারের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন ইমরান। তার সহকর্মীরা দ্রুত তাকে স্থানীয় হাসপাতালে নেন, কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইমরানের অকাল মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। কান্নায় ভেঙে পড়েছেন মা-বাবা ও ছোট দুই বোন। এলাকাবাসীও শোকাহত।
একইসঙ্গে প্রশ্ন উঠেছে, প্রবাসে কাজ করতে গিয়ে কত ইমরান এভাবেই হারিয়ে যাচ্ছেন প্রতিদিন? যাদের স্বপ্ন ছিল খুব ছোট—পরিবারকে একটু সুখ দেওয়া, মা-বাবার মুখে হাসি ফোটানো।
ইমরানের মরদেহ দেশে ফিরিয়ে আনতে সহায়তার দাবি জানিয়েছেন পরিবার ও এলাকাবাসী।
আল্লাহর কাছে প্রার্থনা—তিনি যেন ইমরানকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং তার পরিবারকে এই শোক সইবার তৌফিক দেন।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।