
কুমিল্লা থেকে মোঃ তরিকুল ইসলাম তরুণ:
কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের বেগমাবাদ মন্দির সংলগ্ন অভিনাস মাস্টার ও তাপস সাহার বাড়ি থেকে হোসেনপুর হয়ে চন্দননগর পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার ইটসোলিং সড়ক দীর্ঘদিন ধরে সংস্কারবিহীন অবস্থায় পড়ে আছে। সড়কটির দুই পাশে স্থানীয়দের দখলের কারণে রাস্তা এতটাই সংকুচিত হয়ে পড়েছে যে চলাচল একেবারে দুর্বিষহ হয়ে উঠেছে।
রাস্তাটির বিভিন্ন স্থানে ইট খুলে গিয়ে খানাখন্দের সৃষ্টি হয়েছে, যা প্রতিনিয়ত দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছে। বিশেষ করে এলাকার শিক্ষার্থীরা প্রতিদিন ভোগান্তির শিকার হচ্ছে। সাধারণ মানুষ প্রয়োজনীয় যানবাহন নিয়ে চলাচল করতে পারছে না।
২৬ মে, সোমবার এলাকাবাসী সাংবাদিকদের মাধ্যমে তাদের দুর্ভোগের কথা জানান। আবুল খায়ের বাবুল মাস্টার, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হান্নানসহ স্থানীয়রা বলেন, বড় কোনো যানবাহন এ রাস্তায় চলাচল করতে পারে না, ফলে এলাকার সার্বিক উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। তাঁরা দ্রুত রাস্তাটি কার্পেটিংসহ আধুনিকায়নের দাবি জানান।
এ বিষয়ে গোলাম মোর্শেদ, আল আমিন ও আবুল কালাম বলেন, সরকার রাস্তার উন্নয়নে পদক্ষেপ নিলে এলাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে অবৈধ দখলদারদের উচ্ছেদে সহায়তা করবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি তার জানা নেই এবং থানার ইঞ্জিনিয়ারের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন। পরে থানার ইঞ্জিনিয়ার জানান, রাস্তার আইডি নাম্বার নেই বলে আপাতত কাজ সম্ভব হচ্ছে না। তবে আইডি যুক্ত করে অচিরেই কার্পেটিংয়ের ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।