মোহাম্মদ , মাহামুদুল
রাজধানীর যাত্রাবাড়ী পার্কের পাশে বৃক্ষমেলায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার (২৩ মে) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। এতে জুয়েল নামে এক নার্সারি কর্মচারীসহ ৫ জন আহত হয়েছেন।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ বলেন, ধারণা করা হচ্ছে ফ্লাইওভারের ওপর থেকে ককটেল ফেলা হয়। এতে ৫ জন আহত হন।
আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন হাসপাতালের পুলিশ ফাঁড়ির এক কর্মকর্তা।
তিনি বলেন, যাত্রাবাড়ী পার্কের পাশে বৃক্ষমেলা চলছিল। এতে জুয়েল নামে নার্সারির এক কর্মচারী গুরুতর আহত হন। আহত অবস্থায় জুয়েলকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। বর্তমানে তার চিকিৎসা চলছে।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা সংবাদপত্র,
প্রকাশক, মোহাম্মদ মাহামুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ
ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট