গাজায় ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে আরও ৭৬ ফিলিস্তিনি। এতে আহত হয়েছেন অন্তত ২০০ জন। খবর আল-জাজিরার।
চলমান বিমান হামলায় বেড়েই চলেছে হতাহতের সংখ্যা। জাবালিয়ার শরণার্থী শিবিরে একটি বাড়িতে ইসরায়েলি বোমা হামলায় নিহত হয়েছেন ৫০ জন। আগ্রাসনের শিকার হয়েছে খান ইউনুসের বিভিন্ন স্থান। সেখানে একটি বাড়িতে নিহত হয়েছেন আটজন, যাদের মধ্যে সাতজনই শিশু।
আল-মাওয়াসিতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের একটি তাঁবুতে হামলায় আহত হয়েছেন অন্তত দুজন। এছাড়া খান ইউনুসের কাছে অবস্থিত আবাসান আল-কাবিরা শহরে যুদ্ধবিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী, এতে আহত হয়েছেন আরও দুজন। উত্তর গাজার আস-সাফতাওয়ি এলাকায় একটি তাঁবুতে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত হয়েছেন অন্তত একজন।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা সংবাদপত্র,
প্রকাশক, মোহাম্মদ মাহামুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ
ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট