মোহাম্মদ , মাহামুদুল
আগামী ২৫ মে জুলাইয়ের সব শক্তিকে একত্র করে দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবেলা ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে শাহবাগে প্রতিবাদ সমাবেশ করার ঘোষণা দিয়েছে জুলাই ঐক্য সংগঠন। আজ থেকে সারাদেশে অনলাইন ও অফলাইনে চালানো হবে ক্যাম্পেইন।
শুক্রবার (২৩ মে) রাতে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এক ব্রিফিংয়ে এ ঘোষণা দেয় সংগঠনটি। এসময় জুলাই ঐক্য’র নেতারা, ড. ইউনূস যতদিন জুলাই কে ধারণ করে দেশ পরিচালনা করবেন ততদিন তার সাথে থাকার ঘোষণা দেন।
তারা বলেন, ফ্যাসিবাদের দোসররা গুরুত্বপূর্ণ জায়গায় বসে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। জুলাই ঐক্য সংগঠক এবি জুবায়ের বলেন, জুলাইয়ের চেতনা বাস্তবায়ন হচ্ছে না। তাই আহতদের চিকিৎসা নিশ্চিত হয়নি।জুলাইয়ে আন্দোলন কোন স্বার্থে নয়,তারা দেশের স্বার্থে নিজেদের বিলিয়ে দিয়েছে।
প্রসঙ্গত, গত ১০ মে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এবং নির্বাচন কমিশন থেকে দলটির নিবন্ধন স্থগিত করা হয়েছে। এর আগে, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিকে সামনে রেখে গত ৬ মে ৩৫টি সামাজিক ও রাজনৈতিক প্ল্যাটফর্মের সমন্বয়ে জুলাই ঐক্যের আত্মপ্রকাশ হয়।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা সংবাদপত্র,
প্রকাশক, মোহাম্মদ মাহামুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ
ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট