
বিশ্বস্ত একজনা — শারমিন
লেখক, মোহাম্মদ মাহামুদুল হাসান কালাম।
টাকাই সব—এই কথা শোনি শত মুখে, তবে আমি জানি, শারমিন, তুমি সুখের সুখে। ভালো থাকার মানে কি কেবল অর্থের গর্ব? তোমার ভালোবাসা—তাই তো হৃদয়ের সবচেয়ে বড় সম্পদ।
সব হারিয়ে যখন জীবন কাঁপে হঠাৎ, চোখের কোণে জমে ওঠে নিঃশব্দ কথাটুকু, তখনই তুমি বলো, সেই কোমল কণ্ঠে, “ভয় পেও না, আমি আছি, চিরদিন তোমার পৃষ্ঠে।”
ঝড়-বৃষ্টির রাতে, কষ্টের অন্ধকারে, তুমি দাও সাহস, পাশে থেকো নীরবে। তোমার সেই হাত ধরে পাই আশ্রয়ের পথ, তুমি থাকলে, সত্যিই—নেই কোনো ভয় আর শঙ্কার রথ।
বিশ্বস্ত একজনা—তুমি, হে শারমিন, তোমার ভালোবাসায় শান্ত আমার চিন। তুমি পাশে থাকলে, আর কিছু চাই না, তোমাকেই ঘিরেই দেখি, ভবিষ্যতের রঙিন স্বপ্নখানা।