
মালদ্বীপ প্রতিনিধি।
মালদ্বীপে বসবাসরত প্রবাসী নারী নাজিবা ইব্রাহিম তাঁর স্বামী মোহাম্মদ ইব্রাহিমের বিরুদ্ধে বিয়ে ও ভালোবাসার নামে প্রতারণা করে বিপুল অঙ্কের অর্থ আত্মসাতের অভিযোগ করেছেন। অভিযুক্ত মোহাম্মদ ইব্রাহিম বাংলাদেশের শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার ধানশাইল এলাকার বাসিন্দা।
ভুক্তভোগী নাজিবা জানান, দুই বছর আগে তিনি মোহাম্মদ ইব্রাহিমকে বিয়ে করেন এবং তাঁদের সংসারে এখন এক বছরের একটি কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই ইব্রাহিম নিয়মিতভাবে নানান অজুহাতে স্ত্রীর কাছ থেকে অর্থ চাইতেন। ভালোবাসার সম্পর্কের সুযোগ নিয়ে তিনি স্ত্রীর কাছ থেকে বিভিন্ন সময়ে প্রায় ৫ লাখ টাকা আদায় করেন। মোবাইল কেনার নাম করে ৪০,০০০ মালদ্বীপি রুপি নিয়ে Samsung S25 Ultra ফোন কেনেন এবং পরে দোকান দেওয়ার কথা বলে আরও ২০,০০০ রুপি নেন।
এরপর হঠাৎ করেই ইব্রাহিমের ফোন বন্ধ পাওয়া যায় এবং তিনি মালদ্বীপ থেকে বাংলাদেশে পালিয়ে যান। ঘটনা তদন্তে জানা যায়, তিনি ৪ তারিখেই দেশ ত্যাগ করেন।
বর্তমানে কন্যাসন্তানসহ নাজিবা মালদ্বীপে অসহায়ভাবে দিন কাটাচ্ছেন। তিনি বলেন,
“আমি একজন নারী, একজন মা। আমার সন্তানের ভবিষ্যৎ নিয়ে আমি শঙ্কিত। আমার স্বামী প্রতারণা করে পালিয়েছে, আমি তার বিচার চাই।”
আহ্বান:এই ঘটনায় মালদ্বীপস্থ বাংলাদেশ দূতাবাস, বাংলাদেশ সরকার ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী। একইসঙ্গে তিনি দেশের আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে আবেদন করেছেন, যেন প্রতারক স্বামী মোহাম্মদ ইব্রাহিমকে দ্রুত আইনের আওতায় আনা হয় এবং তাঁর সন্তান ও নিজের অধিকার নিশ্চিত করা হয়।