এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ বাতিল ও চেয়ারম্যান অপসারণসহ চার দাবিতে অসহযোগ কর্মসূচি ঘোষণা

মো. শাহজাহান বাশার,স্টাফ রিপোর্টার
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্তির উদ্দেশ্যে জারি করা অধ্যাদেশ বাতিল ও বর্তমান চেয়ারম্যান মো. আবদুর রহমান খানকে অপসারণসহ চার দফা দাবিতে অসহযোগ কর্মসূচি ঘোষণা করেছে ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’।

বুধবার (২১ মে) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। উপস্থিত ছিলেন এনবিআরের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের প্রতিনিধিরা।

সংবাদ সম্মেলনে পরিষদের পক্ষ থেকে জানানো হয়, “আমাদের নিয়মতান্ত্রিক ও যৌক্তিক কর্মসূচিগুলোর ব্যাপারে এনবিআর চেয়ারম্যান সরকারের নীতিনির্ধারকদের কাছে সঠিক তথ্য উপস্থাপন না করে বরং প্রকৃত তথ্য গোপন করেছেন। এর ফলে সংকট আরও ঘনীভূত হয়েছে এবং কর্মক্ষেত্রে অসন্তোষ ছড়িয়ে পড়েছে।”

তারা আরও বলেন, “এখন পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে, যেখানে শান্তিপূর্ণ ও সাংবিধানিক অধিকার প্রয়োগ ছাড়া বিকল্প কোনো পথ নেই।”

চার দফা দাবির মধ্যে রয়েছে:
১. এনবিআর বিলুপ্তির জন্য জারি করা অধ্যাদেশ অবিলম্বে বাতিল করতে হবে।
২. এনবিআরের বর্তমান চেয়ারম্যান মো. আবদুর রহমান খানকে দ্রুত অপসারণ করতে হবে।
৩. রাজস্ব সংস্কার সংক্রান্ত পরামর্শক কমিটির সুপারিশ জনগণের জন্য ওয়েবসাইটে প্রকাশ করতে হবে।
৪. এনবিআরের কাঠামোগত সংস্কারে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের মতামত বাধ্যতামূলকভাবে সংযুক্ত করতে হবে।

সংগঠনের নেতৃবৃন্দ বলেন, তারা এখন থেকে অসহযোগ কর্মসূচিতে যাবেন এবং ধারাবাহিকভাবে এই দাবিগুলো আদায়ের জন্য বিভিন্ন শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবেন।

রাজস্ব খাতের মতো গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান নিয়ে এমন উত্তপ্ত পরিস্থিতি সরকারের নীতিনির্ধারকদের দৃষ্টিগোচর হবে এবং অবিলম্বে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা হবে—এমন প্রত্যাশা জানিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।