
মোহাম্মদ মাহামুদুল হাসান কালাম :
কুমিল্লার গোমতী নদীতে হঠাৎ করে পানির প্রবাহ বেড়ে যাওয়ায় নদীর দুই পাড়ের চরাঞ্চল প্লাবিত হয়েছে। টানা বর্ষণের পাশাপাশি ভারতের ত্রিপুরা রাজ্য থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে নদীর পানি বদ্ধি পেয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
গোমতীর পানি বাড়ার ফলে নিচু এলাকার চাষাবাদ করা জমি ও বসতবাড়ি পানির নিচে চলে যাচ্ছে। এতে করে স্থানীয় কৃষক ও সাধারণ মানুষের মধ্যে চরম উৎকণ্ঠা বিরাজ করছে। অনেকেই ইতিমধ্যে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন গবাদিপশু ও মূল্যবান সামগ্রী।
স্থানীয় বাসিন্দা আব্দুল কাদের বলেন, “গত ২৪ ঘণ্টায় হঠাৎ পানি বেড়ে যায়। গতকাল যেখান দিয়ে হেঁটে যাওয়া যেত, আজ সেটা কোমরসমান পানিতে তলিয়ে গেছে।”
অন্যদিকে, প্রশাসন জানিয়েছে, তারা বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনে আশ্রয়কেন্দ্র খোলার প্রস্তুতি রাখা হয়েছে।