
কুমিল্লা আদর্শ সদর উপজেলার আওতাধীন ৬টি ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর দ্বিবার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। ইউনিয়ন পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে এই সম্মেলনগুলোর আয়োজন করা হয়।
গতকাল সোমবার (১৯ মে) কুমিল্লা সদর উপজেলার ৪নং আমড়াতলী ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধন করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক জাকারিয়া তাহের সুমন, প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো: আমিরুজ্জামান আমির, বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাদুল বারী আবু। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ন আহবায়ক নজরুল হক ভূঁইয়া স্বপন, জেলা বিএনপির সদস্য মো: মোজাহিদ চৌধুরী, এডভোকেট তাইফুর আলম, রইস আব্দুর রব, তরিক আহমেদ ভুইয়া সুজন।
আরও পড়ুন : কুমিল্লা আদর্শ সদর উপজেলা আমড়াতলী ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত
সম্প্রতি অনুষ্ঠিত এই সম্মেলনগুলোতে নেতাকর্মীদের প্রাণবন্ত অংশগ্রহণ ছিল লক্ষণীয়। প্রতিটি ইউনিয়নে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে এবং আগামী দিনের আন্দোলন-সংগ্রামে সংগঠনকে আরও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।